আমাদের কথা খুঁজে নিন

   

নয়া গণতন্ত্রের নয়া নয়া ভোগান্তি...



এখন আমাদের দেশে গণতন্ত্রের নয়া নয়া সব ব্যাপার স্যাপার প্র্যাকটিস চলছে। কয়েকদিন আগে সিটি করপোরেশন অফিসে গিয়েছিলাম। গেটের বাইরে আমাদের প্রিয় সেনা সদস্যরা যুদ্ধংদেহী ভঙ্গিতে হাতে রাইফেল জাতীয় কিসব নিয়ে দাড়িয়ে আছেন। আমিও সাহস নিয়ে ঢুকে পড়লাম। ভাবলাম তাইলে সিটি করপোরেশন ওয়ালাদের খপ্পর থেইকা হয়তো মুক্তি পাবো। কিন্তু হায়! বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট... চন্দ্র সূর্যের মতো ধান্ধাও সব আগের মতোই ঠিক আছে... তবে একটু সাবধানে... যাই হোক আজকের একটি নতুন ভোগান্তির কথা বলি_ জানেন তো, একদিকে পকেটে টাকা নাই অন্যদিকে দোকানে চাল নাই, চাল থাকলেও বাজেট নাই, বাজেট সহ হাজির হলে দেখা যাবে চাল নাই... চাল আছে তো সুগন্ধ নাই, মানে দুর্গন্ধযুক্ত চালের অভাব নাই... বাসায় গেলে গ্যাস নাই.... গ্যাস আসলে বিদু্ৎ নাই... বিদুৎ এলে পানি নাই... রাস্তায় গেলে সিএনজি নাই... অফিসে গেলে বাণিজ্য নাই। বাণিজ্য করলে শান্তি নাই... হাজারো রকমের নাই এর ভেতর আজ সোনারগাঁ গেলাম নিজ বাড়িতে ভোটার হবো বইলা। আগে থেকে ঘোষণা দেওয়া ছিলো ভোটারদের ছবি তোলা হইবো ৫টা পর্যন্ত। কিন্তু ঘড়ির কাঁটা ৪টা না পেরুতেই মহামান্য ভোটার আইডি বাহিনী ব্যাগ এন্ড ব্যাগেজে সেনা জীপে... জীপও ততক্ষণে স্টার্ট... কী আর করবো... আগেই বলেছি এমন একটা সময় অতিবাহিত করিতেছি যে, চারদিকে শুধু নাই আর নাই... তাই জীপের সামনে দাঁড়াইয়া বলতে পারলাম না (কারণ সাহস নাই) নিয়ম ভাইঙ্গা এক ঘণ্টা আগে চইল্যা যাইতাছেন ক্যান? তার মানে আবারও ঢাকা থেকে সোনারগাঁ যাইতে হইবো কাইল... অপেক্ষায় আছি আরো কতো ভোগান্তি ছিলো এই কপালে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।