আমাদের কথা খুঁজে নিন

   

ডাল উইথ সাওয়ার কার্ড

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

উপকরণ: মসুর ডাল ২৫০ গ্রাম টক দই ২৫০ পেয়াজকুচি ১/২ কাপ শুকনো লংকা ৭/৮ টি আদা বাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ জিরে বাটা ১ চা চামচ তেল ১ টেবিল চামচ লবণ পরিমাণমত পানি ২কাপ প্রনালী: প্রথমে ডাল ধুয়ে টক দইয়ে ভিজিয়ে রাখুন আধঘন্টা। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লংকা ও পেয়াজকুচি ভাজতে থাকুন। পেয়াজ বাদামী হয়ে গেলে সব মশলা ঢেলে দিন। মশলা গুলো কষিয়ে নিন। এরপর টকদইতে ভিজিয়ে রাখা ডাল কষানো মশলার মধ্যে ছেড়ে দিন, পরিমান মত পানি (২কাপ) দিকে ঢেকে দিন, এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করুন। আধঘন্টা পর নামিয়ে ফেলুন। ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। (আপনার ব্যাপার) হয়ে গেল আপনার মজাদার ডাল উইথ সাওয়ার কার্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।