আমাদের কথা খুঁজে নিন

   

বছর শেষে তৃপ্ত সেরেনা

ইউএস ওপেনের শিরোপাটা জিততে না পারলে বছরটাকে ‘হতাশার’ হিসেবেই বিবেচনা করতেন এই মার্কিনি।
ফ্রেঞ্চ ওপেনে ১১ বছরের খরা কাটিয়েছেন এ বছর। তাছাড়া এবারের ইউএস ওপেনে আসার আগে সর্বমোট আটটি শিরোপা জিতেছিলেন তিনি।
আরো একটি গ্র্যান্ড স্লাম তাই যেন প্রাপ্যই ছিল তার। অন্যথায় ‘চরম হতাশ’ হতেন গত বছর লন্ডন অলিম্পিক ও দুটি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা।


“সত্যি কথা বলতে, এই শিরোপাটা জিততে না পারলে পুরো বছরের পারফরমেন্সে আমি হতাশই হতাম। ”
“(এবছর) ফ্রেন্স ওপেন জিতেছি কিন্তু অন্য দুই গ্র্যান্ড স্লামে আমার পারফরমেন্সে আমি মোটেও খুশি ছিলাম না। একটি গ্র্যান্ড স্লামে তো কোয়ার্টার ফাইনালেই উঠতে পারিনি। তাই এই বছর অন্তত দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিততে পেরে অনেক ভালো লাগছে”, যোগ করেন সমান পাঁচটি করে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জেতা এই তারকা।
উইম্বলডনে চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছিলেন সেরেনা।


রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে সেরেনা ৭-৫, ৬-৭, ৬-১ গেমে হারান দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।
১৭তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে পঞ্চমবার ইউএস ওপেন জিতলেন তিনি। সেই সঙ্গে টেনিসের পেশাদারিত্বের যুগে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জয়ের কৃতিত্বও গড়লেন এ মাসের শেষের দিকে পর ৩২ –এ পা দিতে যাওয়া সেরেনা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।