আমাদের কথা খুঁজে নিন

   

ও শুধু তোমরাই পারো

মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " আমি আর কি লিখবো? শুধু ব্ল্যাকবোর্ডের দিকে অপলক চেয়ে থাকি। কবিতার ভাষায় বলি, দিশেহারা নয়নে উদাস মুখে চেয়ে থাকা অকৃত্তিম। পটের ছবি আঁকা আমার কর্ম নয়। ও শুধু তোমরাই পারো।

আমার শুধু চোখ বানাতে ইচ্ছা করে। যে চোখে কোনো ঘুম নেই। রুপকথার স্বপ্নরাজ্য সাথে নিয়ে, যে চোখ দেখে চলে দিগন্তের আরক্তিম সংকলন। তবে হ্যাঁ, আমার মনটা উচাটন, শরতের টুকরো মেঘের মতো প্রতিনিয়ত এদিক ওদিক ছুটে চলে। তাই গান গাওয়া আমার সাজে না।

ও শুধু তোমরাই পারো। আমার শুধু গানের কলি লিখতে ইচ্ছে করে। যে কলিতে মুখরিত করবে, তোমরা আমাদের আপন ভুবন। তবে হ্যাঁ, আমারও আপণ সুর আছে। যে সুরে মোহমিত হয়, রাতের অন্ধকারে ফুটে থাকা হাসনাহেনা, কিংবা সেই ঝিঁঝিঁপোকা।

তাই নিশ্চিন্ত মনে ঘুমানো আমার সাজে না। ও শুধু তোমরাই পারো। আমার আছে শুধু ঘুমপাড়ানি গান, যে গান দিয়ে তোমরা শুভ সকালকে আপ্যায়ন করো, অন্ধকার রাতকে বিদায় দিয়ে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.