আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার ঐতিহ্য-২

এই পৃথিবীতে সবাই আগন্তুক,সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে,কিন্তু তাতে ভয় কিসের।

তালপাখা গরমের হাত থেকে স্বস্তি পেতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস হলো তালপাখা। তালপাতার তৈরী বলে এর নাম তালপাখা। কেউ কেউ বলেন হাতপাখা। কেননা, এটি হাতের শক্তিতে চলে।

বিদ্যুতের আবিস্কারের অনেক আগে আমাদের বাতাসের প্রয়োজন মেটাতো এই তালপাখা। আবহমানকাল ধরে আমাদের গ্রাম বাংলায় গড়ে উঠেছে অসংখ্য তালগাছ। তালগাছের বহুরুপী ব্যবহারের অন্যতম হলো এর পাতা থেকে পাখা তৈরী। একটি তালগাছে থাকে অসংখ্য পাতা। এটি সংগ্রহ করে একটি পাতা থেকে তৈরী হয় অনেকগুলি পাখা।

এটি কেটে রঙ করে ব্যবহারের উপযোগী করা হয়। পাখা তৈরীর শিল্পের সঙ্গে আমাদের দেশের গ্রামের অনেক মানুষ জড়িত। বর্তমানে বৈদ্যুতিক পাখা এসির যুগে তালপাখার কদর কমলেও, লোডশেডিং এর সময় এর কদর বাড়ে। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির সাথে মিল রেখে এ বছরও তালপাখার দাম বেড়েছে। প্রতিটি তালপাখা এবার বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

ছবিটি গতকাল বগুড়ার শেরপুরের বারুনী মেলা থেকে তোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.