আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবিধ্বংসী অমানুষের অট্টহাসি!!!

আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...

১. "ওভাবে নয়, আরো শক্ত করে বাঁধো!" কথাটা বলেই মানুষটি নিজেই বেঁধে দেয়। রুমে ১৪/১৫জন মানুষ। সারাদিন অক্লান্ত পরিশ্রমে সংগৃহীত জিনিসগুলো একত্রিত করছে। মুখে ক্লান্তির ছাপ। তবু কাজ করে যাচ্ছে একাগ্রচিত্তে।

অন্যত্র হয়তো নেমে আসে অন্ধকার। আবছা আলোয় অমানুষগুলো কি সব কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাত যতই বাড়তে থাকে, ততই চলে তাদের ফিসফিসানি, বাকবিতন্ডা। ২.ভোরের স্নিগ্ধ আলোয় মানুষগুলো খাবার আর কাপড় ভর্তি বস্তা নিয়ে ছুটে যায় অসহায় মানুষের কাছে। অন্যত্র হয়তো ভোর হবার আগেই অমানুষগুলো রওনা হয়...কোথায়? কে জানে! ৩.সাহায্য পেয়ে হাজারো অসহায় মানুষের আশীর্বাদ ছুঁয়ে যায় স্বপ্নবিলাসী মানুষগুলোকে।

মেঘের ফাকেঁ স্রষ্টার হাসি মিষ্টি রোদ্দুরে দৃশমান হয়। অন্যত্র রক্তের স্রোতে ভেসে যায় রাজপথ। মানুষের লাশের স্তূপ পড়ে থাকে রাজপথে। স্বজনহারার কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। আর দূরে কোথাও শোনা যায় অমানুষের অট্টহাসি....! এভাবেই বয়ে চলে সময়।

আমরা বাচাঁই অসহায় মানুষের প্রাণ, বুক ভরা স্বপ্ন। আর স্বপ্নবিধ্বংসী অমানুষগুলো কেড়ে নেয় স_অ_ব কিছু...! কিসের আশায়? কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.