আমাদের কথা খুঁজে নিন

   

এ রকম কয় যুগ সাধনা করলে, সাধক হয় বলতে পারিস?

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । এক যুগ সাধনা করছি আমার মত করেনি কেউ। এই রকম কয় যুগ সাধনা করলে সাধক হয় বলতে পারিস? আমার অস্তিত্বে মজ্জায় যার বসবাস তার সাধনা করে যাব আজীবন। কিসের সাথে কি যোগ করলে বা বিয়োগ করলে কি হয়, তোদের একাউন্টিংই ভাল বলতে পারে, আমি যোগ বিয়োগের হিসাব বুঝি না; শুধু এইটুকু বুঝি- আমি বাঁচার জন্য ভালবাসি। কি? আমাকে বাঁচতে দিবি না? তোর ভালবাসা পেলে দেখিস আমি আবারও লিখব সেই সব প্রেমের কবিতা, যে সব কবিতা কখনো লিখেনি মানুষ, শুনেনি মানুষ, দেখেনি মানুষ। আমার না হয় ভালবাসা ভুল হয়েছে কার কি তাতে? আমি না হয় কূল হারিয়ে ব্যাকুল হলাম কার কি তাতে? কাটুক সাধুর সাধনায় কাটুক বাকিটা জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।