আমাদের কথা খুঁজে নিন

   

= যন্ত্রণার মাঝে মৃত্যুর ঘ্রাণ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

মাঝে মাঝে নিদারুন অসুস্থতা আমায় ঘিরে ধরে মৃত্যুকে খুব কাছাকাছি মনে হয়; ঘুরো ঘুরি করছে যেন সে আমারি ঘরে যদিও নিশ্চিত, সময়ের আগে কখনোই সে আসার নয়। মৃত্যুতে ভীত নই কখনো আমি হাঁ, কিছুটা সন্ত্রস্ত বটে, কোথায় নিয়ে যাবে? সেখানেই তো, যেখানে অন্তর্যামী আমি শুধু শংকিত তাকিয়ে জীবনের তটে; কি আছে সেথায়? একখানি অবুঝ শৈশব যৌবনের প্রারম্ভ ঠিক শৈশবের মতই যেথায় মৃত্যুকে সাদরে আমন্ত্রণ জানানো মত নেই কিছু বৈভব। এখন তো চলছি সত্যের রাজপথ ধরে কিন্তু সহজেই কি ছেড়ে দিচ্ছে আঁধারের অলিগলি, জীবনের বৃষ্টিকণার সাথে এখনো যে বাতাসের ধুলো পড়ে আমার সাদা অন্তরে দাগ ফেলে পঙ্কিলতার পলি সে পলি উর্বরা নয়; জন্মে না শস্য তাতে আজন্ম মানুষ বলেই বুঝি পারিনা বিশুদ্ধ হতে। সদা শঙ্কিত মন- কি হবে সাঁঝের পরে জীবন-রাতে এখনো নিমজ্জিত যেন জগতের নানা মতে, কেউ বলে: কবি তুমি মোটেই জীবনবাদী নও আমি বলি: শুধুমাত্র জীবন বাদীতা আমায় মৃত্যু ভুলিয়ে দেয় অনন্ত জীবনের সাথে পার্থিবতার তুলনা দু'হাতে লও দ্যাখো, কি দিলো পার্থিবতা? দিয়ে দিয়ে কেবলি নিয়ে নেয়। মরণ চিন্তা আমায় জীবনকে গোছাতে শেখায় জীবনের লাগাম টেনে ধরি সুদূর পথের যাত্রী উৎসুক, তবু এই জীবনের স্বাদীয় কলম আমাকে দিয়ে লেখায় কিছু প্রিয় ছোঁয়া, কিছু মমতায় মাখা ভালবাসার সুখ। মাঝে মাঝে আমি নিদারুন মুত্যুমুখী হয়ে পড়ি যন্ত্রণার ধূসর পর্দায় ভেসে উঠে তখন কিছু প্রিয় মুখ, কষ্টের সাথে জীবনের বাজী রেখে নিরন্তর ল'ড়ি পথ্যের মত খুঁজে ফিরি তখনো কিছু গত-আগত কিছু সুখ। ৩০.০৩.২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি: নিজস্ব। (খুব যন্ত্রণা হচ্ছিল, কবিতাটি লিখে কিছুটা উপশম এলো যেন....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।