আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের গল্প

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

দুনিয়ার এক প্রান্তে সাগরের পারে ছিল ছোট্ট একটি দেশ। সেই দেশের মানুষেরা ছিল যেমনই সহজ তেমনি সরল। সেই ছোট্ট দেশটি ছিল আবার হাজার মাইল দুরের আর একটি দেশের অংশ। ওই দুরের দেশের রাজা আর আর তার মন্ত্রীরা ছিল আবার খুব নিষ্ঠুর ধরনের মানুষ। মানুষ ত নয় সাক্ষাত দানব।

তারা ঐ ছোট্ট দেশটির মানুষদের সবকিছুই কেড়ে নিত। তারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলাত তা গিয়ে উঠত ঐ দূর দেশের দানবদের গোয়ালে। এমনকি দানবরা তাদেরকে নিজের ভাষায় মন খুলে কথা বলতে দিত না। একসময় সেই ছোট্ট দেশের মানুষগুলো মরিয়া হয়ে ওদের অধিকার চাইতে গেল দানবদের কাছে। দানবরা মুখে বলল অধিকার দেয়ার কথা, কিন্তু মনে মনে ভাবল ছোট্ট দেশের গরীব মানুষদের শায়েস্তা করার কথা।

আসলে ঐ দানবদের কোন মনই ছিল না। তাই ওরা সুযোগ বুঝে একরাতে একযোগে ঝাপিয়ে পড়ল সেই ছোট্ট দেশের নিরীহ মানুষগুলোর উপর। দানবগুলো তাদের নখ আর হিংশ্র দাতের আচড়ে ছিবড়ে খুবলে খেতে লাগল শান্তি প্রিয় মানুষগুলোর শরীর। রক্তাক্ত করল তাদের মনটাকে। একসময় সেই শান্তি প্রিয় মানুষগুলো চিন্তা করল প্রতিরোধের।

দানবগুলোকে উচিত শিক্ষা দিতে তাদের মাঝে জন্ম নিল হাজার বীরসেনানির। যারা মুক্তির স্বপ্ন দেখাল। তাই তারা ছিল মুক্তি সেনা। দানবরাও আরো বেশি হিংশ্রতা নিয়ে ঝাপিয়ে পড়ল, ক্রোধে হল ঊন্মক্ত। রক্ত গংগা বইল।

মুক্তি সেনারাও সংকল্প বদ্ধ হল, দানবদেরকে তাদের ছোট্ট সবুজ শ্যামল দেশ থেকে বিতাড়িত করার শপথে। নয় মাস চলল সেই যুদ্ধ। একসময় হার মেনে পালাল সেই দানবের দল। এক সকালে সেই ছোট্ট দেশটির পশ্চিম আকাশে উদয় ঘটল স্বাধীনতার লাল সুরুযের। সেই দেশটির নাম বাংলাদেশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.