আমাদের কথা খুঁজে নিন

   

প‌্যাকের বস্তায় চড়ুইপাখি

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

পেকের বস্তায় হারিয়ে যায় মন এ মন হারায় কিভাবে? করল্লার আমিত্তির সাথে ব্যাঙের লম্বা কালো সিল্কি চুলে মনে পড়ে যায় বারে বারে বস্তি গলা প‌্যাক পক পক হাঁস মুরগীর মতো প‌্যাক প‌্যাক কক কক হাতি ঘোড়া জিরাফ নয় সজারুর হাটিঁ হাটিঁ পায়ে আরো দেখি তোমাকে ভাল্লুক কিংবা ভূতের গায়ে ছাগলের মনভরা দাতেঁর হাসিতে মেজাজ যখন চরম সীমানার কাছাকাছি তারপরও আমি দেখতে ভালবাসি প‌্যাক মেখে করল্লা হাতে চড়ুই পাখি ( হা হা হা..... খুব আজব আর হাস্যকর মনে হবে। তবে আমি জানি এর আসল মানে বোঝা কষ্টসাধ্য আর যদি কেউ বোঝে তবে তা খুবই মজার , কিন্তু জানি এবং আশা করি কেউ বুজবে না। সো আপনারা সবাই শুধু একটু হাসলেই চলবে.....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।