আমাদের কথা খুঁজে নিন

   

আইটিজারু (আইটি + মজারু) : CON সংক্রান্ত জটিলতা।

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

এধরনের মেইল অনেকেই পেয়েছেন যে CON নামে এক্সপিতে কোন ফোল্ডার বা ফাইল বানানো যায় না। পুরোপুরি ভুল নয়, কারন এই নামগুলোতে উইন্ডোর্জের রিজার্ভ ওয়ার্ড। এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আপনি কিছু বানাতে পারবেন না... উদাহরণ, CON, AUX, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3, PRN, NUL তবে উইন্ডোজ নিয়ে একটু গবেষণা করলেই আপনি উইন্ডোজকে ফাকি দিয়ে CON বা এধরনের রিজার্ভ ওয়ার্ডগুলো ফোল্ডার বা ফাইল নেম হিসেবে ব্যবহার করতে পারবেন। চলুন শিখে ফেলি.... STEP1: goto command prompt (উইন্ডোজ কী চেপে ধরে R চেপে cmd লিখে ওকে করুন) STEP2: type in prompt c:\> "mkdir \\.\c:\con" STEP3: verify by typing "dir \\.\c:\con" এবার c ড্রাইভে গিয়ে দেখুন con নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তবে এটিকে সরাসরি মুছে ফেলতে পারবেন না। মুছে ফেলার জন্য আবার কমান্ড প্রম্পটে গিয়ে নিচের কমান্ড দিন- c:\> "rmdir \\.\c:\con" (কমার ভেতরের অংশটুকু ব্যবহার করুন) এরপর থেকে কোন বন্ধু খুব ভাব নিয়ে আপনাকে con ফোন্ডার বানাতে বলে রহস্যময় হাসি দিলে আপনি তার চাইতেও বেশী রহস্যময় একটা হাসি উপহার দিয়ে ফেলবেন। --- উৎসর্গ: কম্পিউটার গ্রুপের সকল সদস্যদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.