আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো শ্রদ্ধা পাইলাম না!

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

লেখক: বোঘদাদি হেকিম লেখা শিরোনাম: প্রিয় ফাহমিদুল হক- আমার কোন ক্ষমা প্রার্থনা নেই - বিষয়: সেদিন কেন লেখে নাই? এ দিন কেন লিখল! "আসুন বলি ব্রাত্য রাইসুকে কেন শ্রদ্ধা করতে পারিনা। এ ব্লগে ব্যান আন ব্যান নিয়ে প্রচুর নাটক হয়। আমার প্রায় শ দেড়েক নিক ব্যান হয়েছে, (আমি প্রতিবারই ফিরে আসি, আমাকে বেহায়া বলতে পারেন, তবে যুদ্ধটা তো কাউকে করতে হবে।

)। গত ১২ ই জানুয়ারী তে প্রায় বিশ জন কে ব্যান করা হয়েছিল রাজাকারদের ব্লগে প্রতিহত করার জন্য। বিশাল আন্দোলন করে এবং সা ইনকে প্রায় অচল করে সেই বিশ জনকে আন ব্যান করা হয়েছি। রাইসুকে পাশে পেয়েছি সেদিন, রাইসু কে মুক্ত চিন্তা বা ব্যান বা আন ব্যানের কারনে একটি লাইন লেখেছিল? না তবে এ রাইসু যখন একটি বিতর্কিত এবং অপরাধী নিকের ব্যানের জন্য লিখে তঁ রাইসুকে কি বলবেন। আর সে নিকটি যদি হয় একজন চিহ্নিত রাজাকারের ড়াজাকার পুত্রের তাহলে? রাইসুকে রাজাকার তোষনকারী বলি, বলব এবং এ জন্য কোন ক্ষমা প্রার্থনা নেই।

আর ওয়ালী এবং ওয়ামীর বন্ধুত্ব আর সেই বন্ধুতে দেনা চুকানোর জন্য ওনার চামচামীর কারনে ............। " ........ বাকি অংশ দেখতে হইলে ক্লিক ইট !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।