আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়ার পদ্মার চরে একদিন...



আগামিকাল ২১ মার্চ রোজ শুক্কুরবার আমরা শদেড়েক মানুষ ঢাকা হইতে কিন্চিত দুরে মাওয়ার চরে যাইবো। সকাল নয় ঘটিকার সময় আমাদের নিত্য আড্ডারস্থল শাহবাগ চারুকলার সামনে হইতে ২ খানা বড় বাস এবং গোটা ৬/৭ বিভিন্ন ধরণের বাহনে করিয়া যাত্রা শুরু করিবো। আমাদের পরিকল্পনা : পথে যাইবার সময় গলা ছাড়িয়া সবাই মিলিয়া গান করিবো। মাওয়ার পদ্মার চরে নামিয়া সবাই গোসল করিবো। গোসল শেষে সবাই মিলিয়া দুপুরের খাবার খাইবো। মেন্যু : ১. মোটা চাউলের ভাত ২. আলুর ভর্তা ৩. ২ পিস করিয়া শসা ৪. ২ পিস করিয়া কাঁচা মরিচ ৫. ১ পিস করিয়া কড়কড়ে ভাজা পদ্মার ইলিশ ৬. ৪/৫ রকমের সবজী ৭. ১ পিস করিয়া পিয়াজ ভাজা পদ্মার ইলিশ ৮. পাতলা ডাল (মুশুরি নয়, নিশ্চিত) বিকাল বেলায় আকাশে শ দুয়েক হাতে বানানো বিভিন্ন আকার এবং আকৃতির ঘুড়ি উড়াইবো (যাহার মধ্যে অনেকগুলি ইতিমধ্যে আমরা সেন্টমার্টিনে ফেব্রুয়ারির ২৯ তারিখে উড়াইয়াছিলাম)। বিকালবেলায় কেক, কলা এবং কমলা খাইবো। চা-পান সারাদিন ধরিয়া চলিবে। ঠিক সূর্য ডুবিয়া যাইবার পরই আমরা গোটা দশেক ফানুশ আকাশে উড়াইয়া দিব। অতঃপর আনন্দমনে আবার ঢাকার পথে রওয়ানা হইবো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।