আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর পোলার জন্মদিন

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

বন্ধুদের মধ্যে সুমন সবার আগে বিয়ে করছে। গত বুধবার ওর পোলার প্রথম জন্মদিন খাইলাম মিড নাইট সান এ। অনেক দিন পর এলাকার বন্ধুদের গেট টুগেদার হইল।

একটা টেবিল দখল করে আমরা বসে আছি। ধুমসে আড্ড দিচ্ছি, শয়তানি-দুষ্টামি চলছে, একটু পর পর হা হা হো হো হাসি, খাবার নিয়ে টানাটানি, আসে পাশের কারো দিকেই কোন লক্ষ্য নেই। আমরা যেন আগের জীবনে ফিরে গেছি। পরে কয়েকজন বন্ধু আসলো কিন্তু ওদের জায়গা এই টেবিলে হইল না, ওরা আমাদের সিট দখল করার জন্য ঘুরঘুর করছে আর আমরা শক্ত হয়ে বসে আছি। এমন কি কেক কাটার সময়ও উঠি নাই বরং সবাই মিলে দূরে বসে হল রুম কাপিয়ে জোরসে তালি দিছি।

বন্ধুদের যারা বৌ নিয়ে এসেছে ওরা তো পুরা বাটে ! অবশেষে ওদের জন্য আলাদা একটা টেবিলের ব্যবস্থা হলো। নোয়াখালি তুষারের একটা ঘটনা বলে শেষ করি। জন্মদিনের দিন সকালে সে সুমন কে ফোন দিয়ে বলে তুষার : ঐ সুমন তোর বাচ্চা ছেলে না মেয়ে ? সুমন : ছেলে। তুষার : সাইজ কত ? সুমন : সাইজ কেমনে কইলে বুঝবি ? তুষার : ১ ফুট, ২ ফুট না ৩ ফুট ? সুমন : উমমমম! ২ ফুট হইব ! স্মৃতি ঃ ১২ সেপ্টেম্বর ২০০৭ইং / বুধবার / রাত। এই সুমনরে চিনতে হইলে নীচের লিংকে যান : Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।