আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ারের জগ.......ও কতিপয় মদন!!!!

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

মেঘু,আমি আর দীপ্ত, আমরা ১-২ ক্লাসের বয়স থেকেই দোস্ত। আমরা যখন ক্লাস ফোরে পড়ি ..... তখন আরেকজন জুটল আমাদের সাথে নাম বাবু (ভদ্র নাম নিপূণ)। দীপ্তকে প্রায়ই আদর করে সয়াবিন তেল ডাকা হত। তবে যাই হোক আমরা মোটামুটি একটা বন্ধু বৃত্ত গড়ে তুলেছিলাম। আমাদের মাঝে চাপাবাজি গুণে সেরা ছিল মেঘু ।

যে চাপাই মারুক না কেন সবাই সেটা বিশ্বাস করত, আর এখানেই ছিল ওর শ্রেষ্ঠত্ব। ওর মামা কাকারা যে অতি অতি দুর্ধর্ষ তা আমরা ওর চাপাবাজির গুণে বেশ ভালভাবেই জানতাম। তো যাই হোক, একবার মেঘু বলল যে ওর মামারা কাল ৪০-৫০ টা বিয়ারের ক্যান নিয়ে এসেছিল...... বাবা তো খেপেই আগুন ইত্যাদি ইত্যাদি। আমরা স্কুলে ঢুকেই এ গল্প শুনলাম....... তারপর কি এক কাকতালীয় (অথবা মেঘুতালীয় ও হতে পারে) কারণে আমরা ৩ জনই (আমি, দীপ্ত,বাবু) মেঘুর বোতল থেকেই পানি খেলাম। ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল।

হঠাৎ মেঘুর চোখ দুটো গোল হয়ে উঠল_ ও বলল হায় হায়,!!! এটা কি হল??? আমরা সবাই জিঞ্জেস করলাম কি??? কি হল??? মেঘু জবাব না দিয়ে নিজেই বলতে লাগল...... "আমি মুখ খোলা জগ থেকে পানি ভরতে পারি না, সাদা জগের মুখ ছিল খোলা আর নীল জগেরটা বন্ধ..... তারমানে আমি নীল জগ থেকেই বোতল ভরেছি...... আর মামা বললেন নীল জগে ছিল গতকালের বিয়ার..... তারমানে !!!! ও মাই গড!!! আই অ্যাম ভেরি সরি দোস্তরা..... সাথে সাথে বাবুর হাত চলে গেল পেটের কাছে..... এই আমার যেন কেমন লাগছে!!! দীপ্ত বলল আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা বোধহয় হঠাৎ বেড়ে গেল!!! বলেই হেড ডাউন করে বসে রইল। আর বাবুর প্রতিক্রিয়া আরও ভয়াবহ। ক্লাসের ঘন্টা পড়ার আগেই বাবু বলল, "ভীষণ গলা জ্বলছে.... বমি পাচ্ছে... বলেই ছুটল বাথরুমের দিকে..... আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। মেঘুর দিকে তাকিয়ে বললাম এটা কি হল??? তখন নতুন নতুন নীতিকথা শিখেছি.... তারই কয়েকটা ঝাড়তে যাব..... কিন্তু মেঘু ভাবল আমি ওর চাপাবাজি ধরে ফেলেছি। বলল ----- দ্যাখ আমি জানতাম,তুই ওদের মত গাধা না!! এরকম ১টা প্রশংসার পর ওকে কিছু বলা যায় না, কিন্তু বেচারার কপাল খারাপ,দীপ্ত শুনে ফেলেছিল ওর কথা!!!!! দীপ্তর বলিষ্ঠ হাতের পিটুনি হয়তো মেঘু ভুলে গেছে..... কিন্তু ওভাবে বোকা হওয়াটা দীপ্ত হয়তো ভুলে নাই।

আর বাবু???? ও বেচারা হয়তো এখনো জানেইনা যে ঐ দিনের পানি মেঘুর চাপাবাজিতেই বিয়ার হয়ে গিয়েছিল..... আর ও হয়তো এখনো ওর বিয়ার খাবার অভিঞ্জতা মানুষকে বলে বেড়ায়..... কিন্তু, কিভাবে বাবু আর দীপ্তর এমন প্রতিক্রিয়া হয়েছিল তা আজও রহস্যের বিষয়!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.