আমাদের কথা খুঁজে নিন

   

এই লাখ ট্যাকা দিবো ক্যাঠায়?

'... আমাদের আশার কোনো পরকাল নাই'

আইজ সাঁঝবেলা হোমবাউন্ড কুরিয়ারের ভ্যানে চইড়া আমগোর বরেন্দ্র জাদুঘরের ২৪ খান প্রত্নসামগ্রী ফিরা আসছে। ভ্যানের মধ্যে বাক্সে গাট হয়ে থাকা ২৪ মাস্পারপিসের মনই খারাপ। খারাপ হইবো না ক্যান। শালার, আর কিছু হোক চাই না হোক আইফেল টাওয়ারটা তো অন্ততঃ দেখা যাইতো! অবশ্য এর মধ্যে ১৪ খানার মন আবার একটু বেশি ভালো। আইফেল টাওয়ার দেখা না হোক, বাক্সবন্দী হয়ে তো ফ্রান্স গেছিলো তারা! তাগোর মন খারাপ, কারণ বাক্সের মধ্যে থাইকা বাইর হয়া আরামের সেই দেশটাতে বেশিদিন থাকা হয় নাই বইলা।

দেশের মানুষ বড়ই বেরসিক। আন্দোলন টান্দোলন কইরা কী যে বাধাইলো! আর চোরেরও যা কাম! এরা আর সময় পাইলো না। হারামজাদারা চুরি যখন করবিই ফ্রান্সে গিয়া কর। তা না, বাংলাদেশে চুরি করলো। আমগোর কনজারভেশন অফিসার আবদুল কুদ্দুসেরও মন খারাপ।

কাতর চোখে চাইয়া রইছে ভ্যানের দিকে। হায় কপাল কী হইলো! দিন প্রতি ইউরো কামাই, মাগনা পয়সায় ফ্রান্স ভ্রমণ- কিছুই তো হলো না কুদ্দুস মিয়ার! হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস ১২ সেপ্টেম্বর যখন এইসব প্রত্নসামগ্রী নিয়া যায়, তখন খরচ দিছিলো ফ্রান্স। আইজকা যখন নিয়া আইলো তখন খরচ দেওন লাগতাছে আমগোর সরকাররে। একলাখ টাকার কাছাকাছি এই খরচ ফাও করন লাগলো। কী ফায়দা হইলো বুঝবার পারলাম না।

যাই, কুদ্দুস সাব আর তাগো বসগো জিগায়া আসি। আর ভালো কইরা শুইনা আসি, সরকাররে এই ফাও খরচ হওয়া লাখ ট্যাকা দিবো ক্যাঠায়, কুদ্দুস্ না হের গডফাদাররা? ছবি কৃতজ্ঞতা জাবীদ অপু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।