আমাদের কথা খুঁজে নিন

   

Runaway Train--Soul Asylum

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

Soul Asylum আমেরিকান অল্টারনেটিভ রক ব্যান্ড। যদিও ১৯৮৩ সালে এই ব্যান্ডটি যাত্রা শুরু করে কিন্তু তারা সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখে নব্বই দশকের শুরুতে। ১৯৯২ সালে তারা রিলিজ করে Grave Dancers Union নামের অ্যালবামটি। জোড়া প্লাটিনামপ্রাপ্ত এই অ্যালবামটির সবচেয়ে জনপ্রিয় গান ছিল Runaway Train. এই গানটি ঐ সময়ে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়। এই গানটির মিউজিক ভিডিওটি সম্পুর্ণ ভিন্নধর্মী।

সমাজের কিছু বাস্তব চিত্র, হারিয়ে যাওয়া বা ঘর পালানো শিশু কিশোরদের কথা তুলে ধরা হয়েছে। একদম শুরুতে সাদা কালো স্ক্রিনে দেখানো হয় “There are over one million youth lost on the streets of America” লেখাটি। ঠিক তার পরেই একটি অল্প বয়স্ক মেয়েকে ডুবে যেতে দেখা যায় আর ব্যাকগ্রাউন্ডে মূল ভোকাল ডেভ পারনারকে বলতে শোনা যায় যে এই মেয়েটি ১১০ বারের বেশি ঘর ছেড়ে পালিয়েছে। অবশ্য এই অতিরিক্ত ফুটেজটুকু বেশিরভাগ সময়েই দেখানো হয় না টিভি কোম্পানিগুলোর ব্যবসায়িক মনোভাবের কারনে। কোরাস চলার সময়ে হারিয়ে যাওয়া অল্প বয়সীদের ছবি আর নাম হারিয়ে যাবার সময়সহ তুলে ধরা হয় ভিডিওটিতে।

রাস্তাঘাটে কিভাবে অল্প বয়সী মেয়েরা নির্যাতনের স্বীকার হয় তাও ফুটিয়ে তোলা হয় এই গানটিতে। তারপর গানের ফাঁকে ফাঁকে দেখানো হয় একজন বয়স্ক লোক বাসায় দুর্ব্যবহার করছে আর ঘরের বাইরে রাস্তাঘাটে দুর্ভাগা অল্প বয়সী মেয়েদের মধ্যে থেকে বাছাই করছে। এসব দেখে তার কিশোর ছেলে ঘর ছেলে পালায়। এছাড়া আরো দেখানো হয় বাচ্চাদের অপহরণের একটি দৃশ্য। এক বয়স্ক মহিলা একটি অল্পবয়সী মাকে অনুসরণ করতে থাকে আর সুযোগ বুঝে তার বাচ্চাটিকে তুলে নিয়ে যায়।

এই বাচ্চাটির মিসিং সংবাদ দেখানোর মধ্যে দিয়ে গানটি শেষ হয়। গানের শেষের একটি ফুটেজও তেমন দেখানো হয় না যেখানে ভোকাল দর্শকদের কাছে আবেদন জানায় যে কেউ যদি এই মিসিং বাচ্চাদের দেখে থাকে তাহলে যেন একটি নির্দিষ্ট নম্বরে জানানো হয়। দর্শক পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টের সাথে মিউজিক ভিডিওটি গুলিয়ে ফেলতে পারে এই যুক্তি দেখিয়ে এমটিভি এই অংশটুকু বাদ দেয়। এই গানটির অনেকগুলো ভার্শন আছে। আমেরিকাতে ৩ টি বের করা হয় যেগুলোতে সর্বমোট ৩৬ টি হারানো বাচ্চার নাম আর ছবি দেখানো হয়।

অন্য আরো কিছু দেশে সেই দেশের কিছু মিসিং শিশুদের নিয়ে ভিডিওটি পুননির্মান করা হয়। এভাবে মিসিং শিশু কিশোরদের প্রচারনার কারনে বেশ কয়েকজন তাদের বাবা মায়ের কাছে ফিরে যায়। ছবি দেখানো একজন মিসিং শিশু সম্পর্কে পরে তদন্ত করে বের হয় যে তার মা তাকে খুন করে পিছনের বাগানে পুঁতে রেখেছিল স্বামীর সাথে বাচ্চাটার দায়িত্ব নেয়া নিয়ে ঝগড়ার জের হিসেবে। অস্ট্রেলিয়ান ভার্শনে দেখানো কিছু শিশু কিশোরদের ব্যাপারে পরে জানা যায় যে তারা কুখ্যাত সিরিয়াল কিলিং কেস -Backpacker murders- এর শিকার। অডিও লিঙ্ক লিরিক্স Call you up in the middle of the night Like a firefly without a light You were there like a slow torch burning I was a key that could use a little turning So tired that I couldn't even sleep So many secrets I couldn't keep Promised myself I wouldn't weep One more promise I couldn't keep It seems no one can help me now I'm in too deep There's no way out This time I have really led myself astray CHORUS Runaway train never going back Wrong way on a one way track Seems like I should be getting somewhere Somehow I'm neither here no there Can you help me remember how to smile Make it somehow all seem worthwhile How on earth did I get so jaded Life's mystery seems so faded I can go where no one else can go I know what no one else knows Here I am just drownin' in the rain With a ticket for a runaway train Everything is cut and dry Day and night, earth and sky Somehow I just don't believe it CHORUS Bought a ticket for a runaway train Like a madman laughin' at the rain Little out of touch, little insane Just easier than dealing with the pain Runaway train never comin' back Runaway train tearin' up the track Runaway train burnin' in my veins Runaway but it always seems the same লেখাটি রচনায় সাহায্য নেয়া হয়েছেঃ উইকিপিডিয়া লিরিক্স


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.