আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহার



বাংলা ভাষা এবং ভাষা আন্দোলন বিশ্বের কাছে আমাদের নতুন পরিচয়ে পরিচত করেছে। আর তার ফল স্বরূপ আমরা ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি। এত কিছু থাকার পরেও অনলাইনে বাংলা ভাষার দখলটা তুলনামূলকভাবে কম। রক্তঝরা একুশ নিয়ে আমাদের উম্মাদতার কমতি নেই। ফ্রেব্রুয়ারী আসলে তা আরো ভালভাবে পরিলক্ষিত হয়।

বাংলা ভাষার সৃষ্টি বা শুরুর ইতিহাস আমাদের কম জানা থাকলেও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ইতিহাসটা বিশ্ববাসির জানা। আর কোন জাতি ভাষার জন্য প্রাণ দেবার নজির বিশ্বে নেই। এরই জন্য প্রতিবছর ২১ ফ্রেব্রুয়ারী বিশ্বব্যাপি (জাতিসঙ্ঘের মাধ্যমে) আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করা হয়। একুশ সম্পের্কে জাতিসঙ্ঘের দেওয়া তথ্য পেতে পারবেন এই http://www.un.org/Depts/dhl/languag ওয়েব সাইট থেকে। আমাদের ভাষা নিয়ে এত বড় গর্বের ইতিহাস রয়েছে অথচ অনলাইনের আমাদের দাপটা তেমন চোখে পড়ার মত নয়।

তবে বেশ কিছু ওয়েব সাইটের কথা না বললেই নয়। http://bn.wikipedia.org/wiki: ইন্টারনেট ব্যবহার করেন অথচ উইকিপিডিয়ার সাইটে টুর মারেন নাই এমন মানুষ খুঁজে পাওয়ার যাবে না। উইকিপিডিয়ার সূচনা পুরানো হলেও এখানে বাংলার আগমন ২০০৪ সালে। এখানে বিশ্বের ২৫০টি ভাষায় তথ্য রয়েছে এর মধ্যে বাংলার অবস্থান ৪০। এখানে বাংলা ভাষার ইতিহাস, ভাষা আন্দোলন, বাংলা বর্ণের উৎপত্তি, বাংলাদেশ বিষয়ক খবর, বিশিষ্ট ব্যাক্তিদের জীবনী থেকে শুরু করে সবই আছে।

উন্মুক্ত এবং বৃহত্তম এই তথ্যভান্ডার বাংলা ভাষাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। http://banglapedia.org: বাংলাপিডিয়া হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার সবচেয়ে বড় বিশ্বকোষ। বাংলা ভাষা, ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বাংলায় প্রচুর তথ্য রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রায় সকল বিষয়ের তথ্যই এখানে রয়েছে। বাংলা এবং বাংলাদেশকে জানতে বাংলাপিডিয়া এক অনন্য নাম।

২০০৩ সালে ১০ খন্ডে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এটি ছাপা হয়, যার মূল্য প্রায় ২০,০০০ টাকা। এছাড়া সিডিতেই এর পূর্ণাঙ্গ (বাংলা ও ইংরেজি) সংস্করণ পাওয়া যায়। অর্থাৎ অনলাইন, বই এবং সিডির মাধ্যমে পেতে পারেন বাংলাপিডিয়ার সকল তথ্য। অনলাইনে আমাদের দেশের প্রকাশিত বাংলা পত্রিকাগুলোর অনলাইনে সংস্করণ বাংলাতে প্রকাশিত হয়। ফলে বিশ্বের যেকোন প্রান্ত থেকে বাংলাদেশের বাংলা পত্রিকা পড়তে পারে।

এছাড়াও আরো রয়েছে দেশী-বিদেশী অনলাইন পত্রিকা, অভিধান এবং বিষয়ভিত্তিক বিভিন্ন ওয়েব সাইট। এগুলোর মধ্যে http://www.google.com.bd, http://ovidhan.org, http://www.bangladict.org, http://www.newsnetbd.com, http://www.bbc.co.uk/bengali,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.