আমাদের কথা খুঁজে নিন

   

ইঞ্জিনচালিত পতিতা

মুশতাহির কল্পবাবু

আমি নষ্ট হয়ে গেছি বোধহয় প্রতিদিন পতিতালয়ে যাই ফার্মগেটের মোড়ে হেঁটে হেঁটে, দুরু দুরু বুকে দালালদের হাতে নোট গুঁজে পতিতার খোঁজে প্রতীক্ষায় থাকি। ইঞ্জিনচালিত পতিতারা ঘোরাফেরা করে নগ্ন শরীর তাদের নাভির কাছে শুধু উল্কিতে নাম লেখা 'কলমীলতা, মঞ্জিল, কর্ণফুলী...' কারো গায়ে এঁটে থাকে শুধু নম্বর এক, দুই , তিন, চার, ছয় ইঞ্জিনচালিত সেসব পতিতা ঘোরে পথে পথে গুলিস্তান, মতিঝিল হতে গাবতলী কেউ বা গুলশান, বনানী, কাকলী খদ্দেরের কোনো অভাব নেই তাদের পৌছানো মাত্র হিংস্র শিকারীর মত যৌনতার দ্বারে নিজেদের সেঁটে দিতে চায়। নোংরা তারা আমার মত। অথচ একদিন আমি এসব পতিতার দিকে ফিরেও চাইতাম না খোসপাচড়ায় ভরা বহু লোকের সাথে সংগমে রত ছিঃ! কবে যেন বদলে গেছি যখন ভর করে থাকি কোনো পতিতার 'পর তার সাথে কাঁপিয়ে সমস্ত শরীর ক্লান্ত হয়ে উঠি দুজনেই সুখের বদলে বিষন্ন লাগে বড় ধুলোয় মিশে যায় আমার আভিজাত্য হৃদয়বিহীন পতিতা আপন সত্তার সাথে- ঝাপসা করে তোলে আমার জগত। এ আমি কোন আমি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.