আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ইতোর

আন্তর্জাতিক ফুটবলকে এবার বিদায় বলে দিলেন ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতো। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার আইয়াওন্দের মাঠে লিবিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ শেষে সতীর্থদের কাছে এই কথা জানিয়েছেন তিনি। তবে কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সী এ ফুটবলার বলে অপর সূত্র থেকে জানা যায়।

লিবিয়াকে হারিয়ে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্যামেরুন। ৩২ বছর বয়সী ইতো চোট থাকায় এদিন দ্বিতীয়ার্ধে বদলি মাঠে নামেন।

১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছেন ইতো। দেশের হয়ে ১১৪ ম্যাচে ৫৬ গোল করা এই তারকা কদিন আগে রাশিয়ান আনঝি মাখাচকালা থেকে লন্ডন ক্লাব চেলসিতে যোগ দেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও আফ্রিকান বর্ষসেরা এ খেলোয়াড় অবসরের হুমকি দিয়েছিলেন। কিন্তু পরে জাতীয় দলের দায়বদ্ধতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.