আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদাগ



মানুষ গোপনে তার চিহ্ন খুঁজে ফেরে প্রকাশ্যে ফেরি করে জন্মদাগ চোখের আলোয় কুড়োতে চায় প্রসবমাতৃমুখ, জটরের আর্তনাদ? জন্মদাগের ঐতিহ্য নিয়ে মানুষ যেতে পারে না বহুদুর, যতোদূর চোখের আলো ততোদূর তার চুড়ান্ত যাত্রাসীমা। তারপর পা থেকে নেমে যায় হাঁটার যাবতীয় অধিকার। মেধা থেকে শূণ্যে ওড়ে কামনার আবেগ। এতোকিছুর পরও গোপন চিহ্ন কোনভাবেই মিথ্যে নয়, কোনওভাবেই স্পষ্ট নয় জন্মদাগ; প্রসব বেদনায় তার পুরোটাই লীন। মানুষ তাকে মনে রাখে মেধায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।