আমাদের কথা খুঁজে নিন

   

[Firefox plugin] অনলাইনে অন দ্যা ফ্লাই অনুবাদ করুন

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
ইংলিশ থেকে বাংলা ভাষা অনুবাদ নয় আগেই বলে রাখছি। এটা একটা প্লাগিন যা শুধুমাত্র ফায়ারফক্সের ভার্সন ২.০.০.* এর জন্য কাজ করে। নাম gTranslate। গুগলের অনুবাদক টুল ব্যবহার করে এটি অনদি ফ্লাই বা ইনলাইনে অনুবাদ করে দেয়।

এটি শুধুমাত্র গুগল অনুবাদক যেসব ভাষা সাপোর্ট করে সেইগুলো অনুবাদ করে। প্লাগিনটি ডাউনলোড করুন এখান থেকে। আর কিভাবে ব্যবহার করবেন। ডাউনলোড করুন এবং ব্রাউজার এর উপর এনে ছেড়ে দিন অথবা সরাসরি ব্রাউজার থেকে ক্লিক করে ইনস্টল করুন। এরপর ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন।

এখন যে কোন টেক্ট মাউস দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করলে নিচের দিকে উপরের চিত্রের মতো আসবে। বাদ বাকিটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। সতর্কতাঃ অযথা বা অপ্রয়োজনীয় এডঅন ব্যবহারে ফায়ারফক্স ধীর গতির হয়ে যায়।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।