আমাদের কথা খুঁজে নিন

   

আব্রাহামিক রিলিজিয়নে বিশ্বশান্তি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পৃথিবীর অর্ধেক মানুষ আব্রাহামিক রিলিজিয়নাক্রান্ত। এই রিলিজিয়নের শুরু হয়েছিল ইশ্বরের প্রতি নিজের পুত্রবধের পরীক্ষার মাধ্যমে। অনুসরণকারীরা যেজন্য ইশ্বরের জন্য নিজের সবচেয়ে কাছের মানুষটিকে পরিত্যাগের মত মানসিকতা ধারণ করে। বিশ্বে এ যাবৎ যত ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছে সবই এই আব্রাহামিক রিলিজিয়াসদের অন্তর্দ্বন্দ্ব আর শ্রেষ্ঠত্ব রক্ষার ইতিহাস। বেশীরভাগ জাতিগত সংঘর্ষ এই ধর্মের অভ্যন্তরীন বিবাদের ফসল এবং নিহত হয়েছে কোটি কোটি সাধারণ মানুষ।

বিশ্বের বাকী অর্ধেক সনাতনী ধর্মবিশ্বাসী। তাদের ধর্মে ইশ্বরের অস্তিত্ব অনেক বেশী মিথিকাল এবং অস্পষ্ট। সংগত কারণে ইশ্বরের জন্য প্রিয়জন ত্যাগের কোন ধারণা তেমন শক্তভাবে এর অনুসরণকারীরা পালন করেন না। যারজন্য জীবপ্রেম, মানবপ্রেম নামক বিভিন্ন দর্শনে মানব হয়ে ওঠেন ইশ্বর বা ইশ্বরের মানবীয় অবতার অনেক বেশী কোমল ও অযুদ্ধাংদেহী। বিপরীতভাবে আব্রাহিক রিলিজিয়ন শতাব্দীর পরে শতাব্দী যাবত বিশ্ব শান্তির জন্য হুমকী হয়ে আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।