সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
প্রধানমন্ত্রীর অফিস থেকে "প্রধানমন্ত্রী বৃত্তি-২০০৮"এর জন্য আবেদন করতে বলা হয়েছে! এই বৃত্তিটি পিএইচডি/এমফিল এর জন্য যা দেশের কোন বিশ্ববিদ্যালয়/গবেষনা প্রতিষ্ঠানে করতে হবে।
পিএইচডি/এমফিল এর ফিল্ডঃ
১। অর্থনীতি/সামাজিক বিজ্ঞান
২। জীববিজ্ঞান/ফার্মেসী/কম্পিউটার কৌশল/কমিউনিটি মেডিসিন
৩।
সাইন্স/ইন্জিনিয়ারিং/কম্পিউটার সাইন্স/নৌসাইন্স
৪। খাদ্য এবং কৃষিবিজ্ঞান
৫। আর্টস/মানবিক, কমার্স এবং আইন
বৃত্তির পরিমানঃ
পিএইচডিঃ
>১ম বছরে প্রতিমাসে ১০,০০০টাকা
>২য় বছরে প্রতিমাসে ১২,০০০টাকা
>৩য় বছরে প্রতিমাসে ১৪,০০০টাকা
>এককালীন ৩০,০০০টাকা প্রয়োজনীয় বই/তথ্য সংগ্রহ/থিসিস প্রিন্টিং
এর জন্য।
>এককালীন ৩০,০০০টাকা কোর্স সুপারভাইজারের জন্য!
এমফিলঃ
>প্রতিমাসে ৮০০০টাকা করে ১ বছর।
যোগ্যতাঃ
@ বাংলাদেশী নাগরিক
@ পিএইচডি/এমফিল করতে হবে দেশের বিশ্ববিদ্যালয়/গবেষনা
প্রতিষ্ঠানে।
@ পিএইচডি/এমফিলে প্রয়োজনীয় যোগ্যতাসহ সকল পরীক্ষায় ১ম
বিভাগ/শ্রেণী থাকতে হবে।
@ পিএইচডি/এমফিল শুরু হয়েছে জানুয়ারী/২০০৮ বা জুলাই/২০০৮ এ
শুরু হবে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন!
@ বয়স ৩৫ এর নিচে (চাকুরীজিবীদের জন্য৪০বৎসর)।
আবেদনপত্র পাওয়া যাবেঃ
>>দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার
অফিস/বুয়েট/রুয়েট/ডুয়েট/চুয়েট/কুয়েট/বাংলাদেশ কৃষি
বিশ্বঃ/বিরি/বারি/পিজি/আণবিক শক্তি কমিশন।
(ফরম + প্রসপেক্টাস ১০টাকা)
>> ফরম জমা দেবার শেষ তারিখ হল ৩১শে মার্চ
>> জমা দেবার ঠিকানাঃ
প্রধান উপদেষ্টার কার্যালয়
পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা।
ফরমের সাথে যা যা লাগবেঃ
>>>সকল সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি
>>> সদ্যতোলা ২কপি সত্যায়িত পাসপোর্ট ছবি
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
প্রধান উপদেষ্টার কার্যালয়
পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।