আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তিকে মরতে দিও না মনভাঙা নিরানন্দ-প্রভাবে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পিকনিকে যাবার কোন ইচ্ছে ছিল না। তবে এর তিনটি মিটিং এ গিয়েছি কেবল প্রাপ্তিকে দেখার জন্য। দুইবছর আগের প্রাপ্তি আর আজকের প্রাপ্তির মাঝে অনেক পার্থক্য। প্রাপ্তি মনে হচ্ছে চোখের সামনে বড় হচ্ছে। প্রতিদিন ওর বেড়ে ওঠা দেখতে পাই ভার্চুয়াল জগতের মতই।

একটা কমিউনিট ব্লগিং এর ভিত্তি তৈরী হয়েছিল প্রাপ্তিকে বাঁচিয়ে তোলার জন্য ব্লগারদের অতুলনীয় প্রচেষ্টা আর উদ্যোগ গ্রহণের মাধ্যমে। আমি যতদূর জানি সারিয়া প্রাপ্তির দীর্ঘ ব্যয়বহুল চিকিৎসা নির্বাহের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। প্রাপ্তি এখনও পুরোপুরি সুস্থ্য নয়, কিন্তু সারিয়া তার নিজের উপার্জনের পুরোটা তার চিকিৎসার পেছনে ব্যায় করে চলছে। প্রাপ্তি একটা প্রতীক হয়ে আছে এই ব্লগে। ভার্চুয়াল সম্পৃক্ততার একটা বাস্তবীয় চমৎকার দৃষ্টান্ত।

তবে সারিয়া তোমার যতটুকু কষ্ট হচ্ছে - আমারও তেমনই হচ্ছে। কিন্তু কষ্ট পুষে রেখ না। দেখবে জেনারেল একদিন এসে ঠিকই প্রাপ্তিকে আদর করে দেবে, প্রাপ্তিকে দেখে তখন ও আরো লজ্জিত হবে নির্ঘাত। তুমি কেবল মেয়েটিকে সুস্থ্য করে তোলো। মরতে দিও না মনভাঙা নিরানন্দ-প্রভাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।