আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী-রাগিব ভাই এর এই পোস্টটি স্টিকি করার অনুরোধ জানাই

বন্ধ জানালা, খোলা কপাট !
ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা আমাদের মহান বীরদের আমরা তুলে আনি বারবার । স্বাধীনতার মাসে । বিজয়ের মাসে । স্বাধীনতা দিবসে । বিজয় দিবসে ।

অন্য সময়গুলোতে তাঁদের প্রতি নজর দেবার সময় আমাদের খুব একটা হয়না । জীবন রেসের একটি ঘোড়া হয়ে ছুটতে গিয়েই, অনেক কিছুকে পেছনে ফেলি দ্রুত । দৃশ্যপট দ্রুত বদলে যায়,সরে যায় । স্মৃতি করে রাখা হয়না । স্মৃতিই যদি না থাকে, বিস্মৃত হবার প্রশ্ন অবান্তর ।

রক্ত ঝরা মার্চের শুরু । আমাদের মহান বীরেরা উঠে আসছেন কি-বোর্ডে । সাদা পাতায়, কালো অক্ষরে । ব্রড শিট পত্রিকার পাতায়-পাতায় । টেলিভিশনের সংবাদ পাঠকের গম্ভীর কন্ঠে ।

তবু,ভালো । আমরা একদম ভুলে যায়না । একদম ভুলে যেতে পারিনা । সম্ভব নয় । তাঁদেরকে ছাড়া আমাদের পরিচয় সম্পূর্ণ নয় ।

সাত বীরশ্রেষ্ঠের তথ্যসমৃদ্ধ জীবনী একত্রে উঠে এসেছে প্রিয় ব্লগার রাগিব ভাই এর একটি পোস্টে । পোস্টের শিরোনাম,- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী নিজেদের পরিচয়কে আরো গভীর করে জানতে, এই বীরদেরকে গভীর করে জানা ভীষণ জরুরী । আসুন,- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী এই পোস্টটি আমরা সবাই প্রিয় পোস্টে যোগ করে রাখি । সময়ক্ষেপন না করে,রক্তঝরা এই মার্চে উক্ত পোস্টটি স্টিকি করার বিনীত অনুরোধ কর্তৃপক্ষের প্রতি রইলো । অবশ্যই ওনারা কাজটি করবেন, এই ভরসায় ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.