আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকা চেয়ে বিলবোর্ডে বিজ্ঞাপন!

মনের মানুষের দেখা পেতে কত কিছুই না করে মানুষ। তাই বলে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে প্রেমিকা খোঁজার মত বিচিত্র ঘটনার কথা কে কবে শুনেছে। আর এই কাণ্ডটি ঘটিয়েছেন গর্ডন। এই আমেরিকান ভদ্রলোক বিলোবোর্ড ভাড়া নিয়ে তাতে লিখে দিয়েছেন- 'আই অ্যাম গর্ডন! লেটস হ্যাভ ডিনার!'

এই রসিক প্রেমিকের কাণ্ড স্টেভেনসন এক্সপ্রেসওয়ের বড়সড়ো বিলবোর্ড জুড়েই রয়েছে। বিজ্ঞাপনে গর্ডন তার নিজের একটা ছবিও দিয়ে দিয়েছে।

আরও আছে ডেটিং সাইটের জন্য গর্ডনকে খুঁজে পাওয়ার ঠিকানা। মোদ্দাকথা, প্রেমিকার জন্য অনেক কাজই সহজ করে রেখেছেন তিনি। এখন শুধু প্রেমিকার সাড়া দেয়াটাই বাকি।

বিলবোর্ড নিয়ে গর্ডনের বক্তব্য হলো, আমরা শিক্ষা, বাড়ি, গাড়ি এসব ক্ষেত্রে লাখ লাখ টাকা ব্যয় করি। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ভালো সঙ্গী।

তাই এক্ষেত্রে কেন কার্পণ্য করবো?

উল্লেখ্য, এরই মধ্যে প্রেমিকারা সাড়া দেয়া শুরু করেছে। প্রায় ১৫ থেকে ২০টি আবেদনও পেয়েছেন তিনি। বিলবোর্ডের দারুণ সফলতা দেখাই যাচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।