আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকা

ভীরু চোখে ঋজু খাড়া শরীরের কার্ভগুলো দেখে
রোমাঞ্চিত হই মনে। ভাবি, কোন দামি সেন্ট মেখে
এসেছো আজকে ক্লাসে? পাটভাঙা হলদে পাড় শাড়ি
মোমের শরীর ঘিরে। কয়টায় ফিরবে আজ বাড়ি?
টিফিনের পরে পরে নাকি ঠিক পড়ন্ত বিকেলে
যখন রমনার ঝাউ দেবদারু ছায়া দেবে মেলে?
পেছনের সিটে বসে ভাবি খুব। পদ্ম খোপা চুলে
কী দারুণ সজীবতা! ইচ্ছে করে আস্তে দেই খুলে-
কোথায় সাহস পাবো? বিম্বাধারে একচিলতে হাসি
লেকের ওধারে চলো হেটে পাশাপাশি
বলবো মেয়ে, আহা মেয়ে তোমকে খুব ভালবাসি!
মিথ্যে আশা কুহকিনী। হাতে গুজে দিল এক টাকা
বললো, পথ ছাড়ো-আমি বুকড্ আমি আরেকজনের প্রেমিকা!


(আবুল খায়ের মুসলেহউদ্দিনের কবিতার অংশ, ভুল থাকতে পারে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।