আমাদের কথা খুঁজে নিন

   

ছলনায় আক্রান্ত কবিতা

sobujarefin@gmail.com

আগন্তুক চোরাবালিতে আমরা ডুবছি প্রতিনিয়ত লজ্জিত শরীরে জেগে উঠছে কুয়াশা স্মৃতি এইবেলা ভোর হলো; যাও ডেকে আনো ঐসব পাথরে লেগে থাকা যৌনতাকে আমি শুধু আরেকবার ঘুমিয়ে তোমার ইচ্ছেগুলো পুড়িয়ে দেবো। তারপর যথাযথ রেখার ভিতরে আটকে যাবে অবশিষ্ট দৃশ্যের পাণ্ডুলিপি, এখানে নিশ্চয় ভালোবাসার ইতিহাসে লেখা আছে অন্য কোনো ঈশ্বরের নাম। জলের সেতারে এখনও কান্নার রাশিমালা আবিষ্কার করো তুমি। তখন তোমাকে সাপের জিঘাংসার মতন আহত লাগে। চুম্বনের মত সত্য ছাড়া আর কিইবা দেয়ার আছে সন্দেহের কীট হয়ে বেড়ে ওঠা সভ্যতার পথচারীদের আসা কিংবা যাওয়া ছাড়াও আরো এক ধরনের গতি আমাকে তাড়িয়ে ফেরে নীল জোছনার বলয়ে আঙুলগুলো জাপটে ধরেছে শিকারী শয্যা কেননা দিকভুলে চলে গেলেও তোমার বাসনার রঙে মূর্ছা যায় শতশত প্রবাল আর শৈবালের দেবতারা তুমি কি কখনো ডাকবে না তোমার ভালোবাসার নীল আকাশকে? দেখো- আজ গ্রহে গ্রহে হাহাকার করে বাংলার শঙ্খশালিক চলে যাচ্ছি পলাতক ইচ্ছার সাথে; একগুচ্ছ আদিম কল্পনা এসে ধাক্কা মারে প্রবাল ও শৈবালের শাখায় শাখায়, নড়ে ওঠে জলের নিচেও যে জল থাকে- তার অগোছালো প্রত্নজীবনী। তবে দেরী কি, ভেসে আসো, ভেসে যাও... যেভাবে ইতিহাসের প্রান্তরে থেকেও- অদৃশ্য থাকে পরম দেবীর উপহাস আর অট্টহাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।