আমাদের কথা খুঁজে নিন

   

কাগু বাকনারের আঙ্গুল.....

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

বাংলাদেশে যহন দিন আমগো এইহানে তহন রাইত যার কারনে খেলা দেখতে পারতেছি না..... হের পরে খেলা শুরু হয় ৯:৩০ কি ১০:০০ টায় তার মানে এখানকার সময় ১১:৩০ কি ১২:০০টা... , দুনিয়াতে একটা জিনিষই আছে যেইটা দিয়া আমারে ২৪ ঘন্টা বসাইয়া রাখতে পারবে কেউ সেইটা হলো cricket খেলা। কিন্তু আপনাদের ভাবীর দুই চোখের বিষ মানে শত্রু'র নাম হইলো cricket........ ! তাই সময়ে মানে ছুটির দিনে দেখলে তো ফুইলা থাকে সাপের মতো ফুস পাস করে, আর রাত ১২টায় দেখলে যে আমার ১২টা বাজাইয়া ছারবো তাতে কুন সন্দেহ নাই..... তাই সকালবেলা ঘুম থেইকা উইঠা সাইটে সাইটে ডু মারি... আর কি করুম খবরের লাইগা। আজিকার খুবর দেইখা আমার.. বহুত ভালা লাগছে।

অনেক দিন পর পোলাপাইণ গুলা একটু খেলতে আচে আর আমার দেশের জিতার সম্ভবনা আছে। হের লাইগা আজিকা যা হোবার হবে খেলা দেখুম ফুস পাস কইরা কোন লাভ হইবো না.........। বেআইনি অধিকার মানুম না....... তয় শেষ কতা হইলো যে ভাবে বাকনার কাগু হাতের আঙ্গুল তুলতাছে আমার কেন জানি ঢর ঢর লাগতাছে......, এর আগের ইনিংসে রফিকরে আঙ্গুল দেখাইলো খামোখা ২য় ইনিংসে হাবিবরে...., যদি ও হাবুচন্ডির খেলা দেইখা মনে হয় তার দিন শেষ.....তাই রফিকের মতো সসম্মানে চইলা গেলে ভালা করবো। আর কাগু বাকনার যে এখনো কেন আছে আমি বুঝতে পারতেছি না। যদি ও তারে আমার খুব ভালা লাগে ..... এই cricket -এ তার অনেক অবদান..., তাই সময়ে থাকতে চলে ...... উচিত...।

বাহির করার আগে... দাদা হাবিব মহাজন যেন রফিক ভাই'র থেইকা কিছু শিখে........ সবাই আফতাব জুনায়েদের জন্য হাত তুইলা দোয়া কইরেন..., আঙ্গুল তুইলেন না কিন্তু কইয়া দিলাম..। আর বাকনার কাগুর জন্য ও কইরেন... যেন বেফাস আঙ্গুল নাড়াছাড়া না করে.... হাবিবের জন্য না করলে ও চলবে.... হে তো গেছে..., তয় আমার জন্য একট্টু কইরেন আরকি..... যেন খেলাটা দেখতে পারি। সবাই ভালা থাইকেন.... দেখা হবে বিজয়ে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.