আমাদের কথা খুঁজে নিন

   

যখন প্রত্যাবর্তন

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

এই অপরিমেয় বেঁচে থাকা জীবনের মে মাসে আহত রোদের উপস্থিতি পারে না ঠেকাতে, অলুক্ষুণে শকুনের ডানায় ঢাকা পড়ে বিস্তীর্ণ জলরাশির প্রসারিত বাহুর উদার আকাশ। মধ্যরাতের গণহত্যার প্রত্যক্ষদর্শী ছিলো যে আরশোলা, মর্মন্তুদ সেই আর্তনাদ মেনে নেয়া ছাড়া তার করার থাকে না কিছুই। রোমকূপের গলি-ঘুঁপচির ক্লেদ তুলে নিচ্ছে যখন অস্থিতিশীল জিহ্বার প্রকট আগ্রাসন, বকুল গাছের স্বপ্নে বিভোর তুমি, সেভাবেই জেনে যাও উনিশ শ' পঁয়তাল্লিশে হারিকিরির ব্যর্থ আস্বাদ। আমার শরীরেও আছে সূর্য্যের আগুন, আণবিক বিস্ফোরণে মৃত্যুন্জ্ঞয়ী কৌশল। তবুও অবধারিত -- শকুনের ঢেকে দেয়া আকাশ, হত্যাযজ্ঞের নির্মোহ সাক্ষ্য। কখনই হব না আমি ভাগ্যবান জুয়াড়ী তাসের খেলায়। অঙ্গদে খোদিত গন্তব্যে পৌঁছে দেব তোমাকে, গভীর বুননের উষ্ঞ কাঁথার অন্তহীন প্রোথিত বিশ্বাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।