আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব-২ এর মোড়ক উন্মোচনে সবাইকে আমন্ত্রণ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বাস্তবতার যে প্রদর্শিত শরীর সে থেকে অন্যকিছু গ্রহণের মত উদার বাঙালিমনস্কতার সরূপ নয়। অপরবাস্তব-২ এজন্য একটা শীতল নির্মাণ বটে, তবে জীবন্ত এক ভার্চুয়ালিটির প্রকাশ। সামহোয়ারইনব্লগের নির্বাচিত কিছু ব্লগ - ক'জন ব্লগপ্রেমাক্রান্ত মানুষ বইয়াকারে প্রকাশ করতে সক্ষম হয়েছে এটা বেশ তৃপ্তকর। যাদের লেখা প্রকাশিত হয়েছে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা অফুরান, আস্থা রাখতে পারেন আমাদের নির্বাচনে। জাবর কাটি বটে; তবে সেটা হেলাফেলার নয়, যেকোন চ্যালেঞ্জ উৎরানোর সক্ষমতা আছে বলেই। অপরবাস্তব-২ একটা ঐতিহ্যকে নির্মাণ করছে। দ্বিতীয়বারের মত প্রকাশিত হলো, ভবিষ্যতেও এর প্রকাশ অব্যাহত থাকবে। আজ ২২শে ফেব্রুয়ারী বিকাল ৩.৩০ এ বইমেলার "মোদের গরব" ভাস্কর্যের সামনে "অপরবাস্তব-২" এর মোড়ক উন্মোচন সেজন্য ইতিহাসবদ্ধ হবার সুযোগ দিচ্ছে। ব্লগের সবাই, সমালোচক, শুভাকাঙ্খীকে - মোড়ক উন্মোচনে অংশ নেবার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।