আমাদের কথা খুঁজে নিন

   

একুশের জাদুঘরে

কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

পৃথিবী বদলে গেছে। বদলে গেছে আরও অনেক কিছু। প্রাণ প্রিয় বাংলা ভাষার ইতিহাস এখন পৌঁছে গেছে বিশ্বের দরবারে। কিন্তু নিজের ঘরে নিজ ভাষার কদর আমরা কতটুকু করতে পারি? স্কুল কলেজে যেভাবে হোক বাংলার চর্চা করতে হতো । এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেটুকুও হারাতে বসেছি।

শিশুদের সাথে কথা বলতে আমার ভীষণ ভাল লাগে। তো, আমাদের পাশের বাসায় থাকে দুই পিচ্চি । সারাদিন হৈচৈ তো আছেই, তার সাথে দুষ্টুমি ও কম নয়। গতবার বাসায় যখন গেলাম তাদের সাথে ভাব জমিয়েছিলাম। তাদের সাথে কথা বলে বুঝলাম তাদের মাথা খুব ভাল।

নজরুলের কবিতার চার লাইন বলেছিলাম, পরদিন ঠিক ঠিক আবৃত্তি করল। জিজ্ঞাসা করেছিলাম "আর কি কি পার?" একগাদা হিন্দী গাণ শুনিয়ে দিল। বাংলায় ছোটদের অনেক গাণ বললাম, জানে কিনা। জানেনা, শেখায়নি কেউ ওদের। আরও খোঁজ নিয়ে জানলাম বাংলা টিভি চ্যানেল দেখেনা ওরা, বাংলা নাটকও না।

মন খারাপ হয়ে গেল । এই নিষ্কলুষ শিশুরাই যদি এভাবে বাংলা থেকে দুরে সরে যায় তাহলে ভবিষ্যতের কি হবে? রক্তের ভাষা বাংলা কি কেবল একুশের জাদুঘরেই পড়ে থাকবে? (সালাম জানাই ভাষা শহীদদের, যাদের রক্ত মিথ্যা নয় )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।