আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোৎকৃষ্ট স্বৈরতন্ত্রের চেয়েও নিকৃষ্ট গনতন্ত্র ভালো!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সর্বোৎকৃষ্ট স্বৈরতন্ত্রের চেয়েও নিকৃষ্ট গনতন্ত্র ভালো!! আবার ব্যক্তিগত অভিমত । অন্ততঃ পাকিস্থানের দিকে তাকালে তাই প্রমাণিত হয় । আমাদের দেশ যেদিকে এগুনোর চেষ্টা করছে, পাকিস্থান সেই অবস্থাতে ছিল বেশ কিছু সময় ।

কিন্তু দেশে যখন গনতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ভোট হলো, গনতন্ত্রেরই জয় হলো । পাকিস্থানের সামরিক সরকার পারভেজ মোশারফ দুর্নীতির অজুহাতে বেনজীর-নেওয়াজ শরীফকে দেশ ছাড়া করেছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে । কিন্তু দেশ থেকে দুর্নীতি উৎক্ষাত তো নয়ই বরং পারভেজ মোশাররফ ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরতান্ত্রিক পন্ঞা অবলম্বন করে নিজের মানুষদের নিয়ে সরকার পরিচলনা করল প্রায় ১০ বছর । সেসময়ে দেশে মৌলবাদের উত্থান থেকে শুরু করে নতুন সাম্রাজবাদী শক্তি আমেরিকার ধামাধর হয়ে চলল । তার ফলশ্রুতিতে পাকিস্থান কত টুকু এগিয়ে তা বোধকরি পাকিস্থান মুসলিম লীগ ছাড়া আর কারো জানা নেই ।

মুসলিম লীগ তাদের ইতিহাস কে অক্ষুণ্ণ রেখে সামরিক শক্তির পা ছাটা কুকুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল মোশাররফের সময়ে । ঠিক তেমনি এদেশে কিছু উচ্চাকাংক্ষী সামরিক ব্যক্তি আমেরিকার পদলেহন করে আরো এদেশের সামরিক বাহিনীর পাচাটা কুত্তা জামাতীদের নিয়ে মসনদ আরোহনের স্বপ্নে বিভোর । সেই স্বপ্নের গুড়ে একমুঠো বালি... এটা পাকিস্থান নয়, সেটা বারবার ভুলে যায় এই জামাতীরা আর এইসব উচ্চাকাংক্ষী উর্দিধারীরা । পাকিস্থানের উদাহরণ দেয়া উর্দিধারীরা ক্ষমতা দখলের পর বলতে শুরু করেছিল তারা পাকিস্থানের দুর্নীতি দমনের নীতি (পারভেজ মোশারফ এর দুর্নীতি দমন) অবলম্বন করবেন । তাদের জন্য আগাম সর্তকতা, পারভেজ মোশাররফকে দেখুন, বন্দুকের জোরেই ক্ষমতায় টিকে ছিল... তাই সাধারণ মানুষ কিন্তু গত ১ বছরেই বুঝতে শিখে গেছে..... সর্বোৎকৃষ্ট স্বৈরতন্ত্রের চেয়েও নিকৃষ্ট গনতন্ত্র ভালো!! কিন্তু আমরা নিকৃষ্ট গনতন্ত্র চাই না... গনতন্ত্র তার ধারাবাহিক পথ চলতে পারলে অবশ্যই গনতন্ত্র দুর্নীতিমুক্ত হবে ।

সেজন্য চাই সম্মিলিত উদ্যোগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।