আমাদের কথা খুঁজে নিন

   

দেশ বিদেশের ছাগল

maanush84@yahoo.co.uk

ছাগল একটি গৃহপালিত প্রানী। ইহার চারটি ঠ্যাং, দুইটি কান ও দুইটি সিং আছে। তিন ঠ্যাং এক কান ও সিং ছাড়া ছাগলও মাঝে মাঝে দেখা যায়, তবে সেগুলো ব্যতিক্রম। ছাগল বিভিন্ন রঙের হতে পারে তবে বাংলাদেশে কালো রঙের ছাগল বেশী দেখা যায়। কোন কোন ছাগলের থুতনিতে এক গুচ্ছ দাড়ি দেখা যায়।

তবে তার মানে এই নয় তারা ইসলাম ভাবাপন্ন। ছাগলের বৈজ্ঞানিক নাম Capra aegagrus। বাংলাদেশে প্রধানত দুই প্রজাতির ছাগল দেখা যায়, ১। ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ২। যমুনা পাড়ি ছাগল।

যমুনা পাড়ি ছাগল সাধারনত রাম ছাগল হিসেবে অধিক পরিচিত। "রাম ছাগল " শব্দটি অনেকে ভর্ৎসনা করার জন্যও ব্যাবহার করে থাকেন যা অত্যন্ত অনৈতিক ব্যাপার। রাম ছাগল অতি নিরীহ এবং ভদ্র প্রানী। তারা কাওকে কামড় দেয় না তবে মাঝে মাঝে সিং দ্বারা গুতো দেওয়ার চেষ্টা করে যা নিতান্তই আত্মরক্ষার্থে। ছাগল খাদ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন।

জগতের কোন কিছুই তাদের কাছে ফেলনা নয়। তাই খাবারের ব্যাপারে ছাগল কখনো বাছ বিচার করে না। এ কারনেই কথায় আছে, "পাগলে কি না করে, ছাগলে কি না খায়। " তবে হ্যাঁ, অত্যন্ত শক্ত খাবার, যেমন ইট অথবা শিল নোড়া এ ধরনের খাবার ছাগলেরা এড়িয়ে চলে। খাবারের ক্ষেত্রে বাছ বিচার না করলেও ছাগলের কাছে কাঁঠাল পাতা অত্যন্ত প্রিয়।

কাঁঠাল পাতা পেলে ছাগু সম্প্রদায় অন্য কিছুর দিকে আর দৃষ্টিপাত করে না। *আরো আছে, পরে লিখমু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।