আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা।

কিচ্ছু বুঝি না

ঘুম থেকে জেগে তোমার আলো দেখে কেটে যায় কত যে সময় জীবনের তাড়নায় ছুঁটতে ছুঁটতে ভাবি জীবনটা কত গতিময় । । হঠাৎ থমকে যাই, চমকে তাকিয়ে দেখি বিচিত্র এই জাহান। আঁধারে তোমার খুজি, আলোতে অবহেলায়, জানি যদিও সবি তোমার। প্রেমিকার হাত অথবা সোনার হরিন চেপে যেন স্বর্গ নেমে আসে, মিথ্যা স্বর্গের নিয়মের তিক্ততায় নরক যেন আড়ালে হাসে ।

। হঠাৎ থমকে যাই, চমকে তাকিয়ে দেখি বিচিত্র এই জাহান । আঁধারে তোমার খুজি, আলোতে অবহেলায় জানি যদিও সবি তোমার । । ব্যান্ড : সাইকোভিনা এ্যালবাম : স্বপ্নচূড়া -২ অডিও লিংক (ব্লগে এসে যে বন্ধুদের ভালবাসা পেয়েছি, আরও পেয়েছি যে ভাই বা বোন, যাদের ভালবাসায় সিক্ত হয়েছি সব সময় তাদের জন্য আমার ক্ষুদ্র লেখাটি।

) অবাক ভালবাসা নীহারিকার পথ ধরে ধূসর সময়ের পথ মাড়িয়ে, যখন একলা হেঁটেছি বন্ধু তখন তোমরাই দিয়েছিলে হাত বাড়িয়ে। পথের ক্লান্তি বুকে নিয়ে, দীর্ঘশ্বাস গেছে মহাকাশে ছাড়িয়ে, আমার কাঁধে নির্ভরতার হাতটি রেখে তখন তোমরাই ছিলে পাশে দাঁড়িয়ে। যখন কেটেছে নির্ঘুম রাত হারিয়ে গেছি কোন নষ্ট সময়ের তীরে, তোমারদের ভালবাসা তারা হয়ে জেগেছে আমার পাশে, অনেক দুঃস্বপ্নের ভীরে। কখনো ক্লান্ত এ জীবনের ভার নিয়ে ইচ্ছে হয়, চলে যাই এক জীবন দূরে, তোমাদের মমতা বেঁধে রাখে আমায় হেরে যাই এই অবাক ভালবাসার তরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।