আমাদের কথা খুঁজে নিন

   

No Bad Comment Plz....



সুন্দর একটা মুখ, সবার কাছেই প্রত্যাশিত একটা জিনিস! মানো আর নাই মানো। আমি দেখতে ভালো না। তাই হয়তো এর প্রয়োজনীয়তা টা বেশী বুঝতে পারি। আমার আম্মু প্রায়-ই দুঃখ করে বলে, আমার এই বড় ছেলেটা কেন সুন্দর হলনা। এই ছেলে যদি মেয়ে হয়ে জন্মাতো একে বিয়ে দেয়া ই কষ্ট হত।

(ভাগ্যিস! মেয়ে হয়ে জন্মাইনি!! LOL) এটা নিয়ে আম্মুর চেয়ে আমি ই বেশী ভাবি। আশ্চর্য এর ব্যাপার হল আমাদের পরিবার এর আমি ছাড়া আর প্রতিটি মানুষ ই দেখতে ভালো। হায়রে বিধি!! আমি কি দোষ করেছিলাম?? এই কারনে আমি সবসময় "হীনমন্যতা" -তে ভুগি। সম্প্রতি একটা অদম্য ইচ্ছা হয়েছে। তা হল নিজেকে যে করে হোক চলনসই একটা সুন্দর মানুষ করা।

ইচ্ছা-টা একটু হাল-এ পানি পেয়েছে.. কিছু দিন আগে এই ব্লগ-এ এক ভাই এর "সৌর্ন্দয্য" এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে এক লেখাতে! ঐ ব্লগার-কে অনেক ধন্যবাদ। এটা একটা চিরন্তন সত্য যে মানুষ-এর মনটা অনেক বড় জিনিস। মন ভালো তো সে মানুষ টা ও ভালো। এবং আল্লাহ্ এর রহমতে আমি জানি যে আমার মন টা ভালো। অন্ততপক্ষে খারাপ না।

আবার এটাও তেমনি একটা সত্যকথা যে "প্রথমে দর্শনধারী, পরে গুনবিচারী" LOL আমাকে কেউ এটু সাজেশন দিতে পারবেন কি, কিভাবে সুন্দর চেহারার একটা ভালো মানুষ হওয়া যায়??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।