আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার (লিখিত/ভাইবা)জন্য কিছু প্রশ্ন

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে। -------হাসান হাফিজ এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় বা ভাইভা বোর্ডে প্রায় ই করে থাকে। যে ব্লগার বন্ধু যে প্রশ্নের ১০০% সঠিক উত্তর জানেন, দয়া করে সেই প্রশ্নের উত্তর ই দিবেন। ১। কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?? ২।

২৩ মার্চ বিখ্যাত কেন? ৩। ইংরেজিতে বলুনঃ পাখিটি দেখতে না দেখতে উড়ে গেলো। ৪। বিশ্ব বাণিজ্য রিপোর্ট(world Trade Report) প্রকাশ করে কোন সংস্থা ? ৫। Admin DC ও Police DC এর কাজ কী? ৬।

মোবাইল কোর্ট কী? ৭। UK, INDIA, RUSSIA, USA,CANADA,AUSTRALIA- এই দেশগুলোর প্রদেশ কয়টি? ৮। স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের নাম বলুন। ৯। বাংলাদেশের স্থল, নদী, সমুদ্র ও বিমান বন্দর কয়টি? ১০।

মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক কে কে?? ১১। মুক্তিযুদ্ধে ২টি খেতাব প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা আছেন, তার নাম বলুন। ১২। conference, convention,summit ও consortium কী? ১৩। USA, INDIA,UK- এই দেশগুলোর পুলিশ প্রধান, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদবী কী? ১৪।

EXCISE ও TAX এর মধ্যে পার্থক্য কী? ১৫। The Daily Star,প্রথম আলো, জনকন্ঠ, মানবজমিন, ইত্তেফাকের বর্তমান সম্পাদকের নাম কী? ১৬। প্রধানমন্ত্রীর অধীনের মন্ত্রণালয়গুলোর নাম কী? ১৭। বাংলাদেশের বর্তমান জন্ম, মৃত্যু, শিক্ষা, শিশুমৃত্যু ও দারিদ্র্যের হার কত? ১৮। 'দুই বিঘা' কবিতা কে লিখেছেন, এর কয়েকটি লাইন আবৃত্তি করুন।

১৯। 'শেষের কবিতা' উপন্যাসের শেষ লাইন কী? ২০। সংবিধান শুরু ও শেষ কী দিয়ে? ২১। বিশ্বের প্রথম ৩ জন ধনীর নাম বলুন। ২২।

কোন দেশের রিজার্ভ সবচেয়ে বেশি? ২৩। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কতজন শহীদ হন? ২৪। COLD WAR কী? ২৫। Define 'Food Security' according to FAO. ২৬। কোন Theory কে Luice Theory of Economics বলে? ২৭।

২১ ফেব্রুয়ারীতে বাংলা কত তারিখ ? ২৮। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? ২৯। মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীরবিক্রম কে ? ৩০। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে......এইখানে বাহক কে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.