আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন

.... !!!

আমার এক দোস্ত ঘুরতে এসেছিলো লন্ডন থেকে নিউক্যাসলে... ওরে নিয়ে কোথায় যাওয়া যায়...প্রথম কয়দিন ঘুরলাম নিউক্যাসলের বাইরে গিয়ে...ওর চলে যাবার আগের দিন বের হলাম ছোট্ট শহর নিউক্যাসল দেখতে...হাটতে হাটতে সামনে পড়ে গেল নিউক্যাসল মিউজিয়াম...ঢুকতে কোন এন্টি ফি লাগে না...প্রথমেই হোচট খেলাম...প্রবেশ পথেই চোখে পড়লো উপরের এবং নিচের ছবি গুলো...আমার অন্য এক দোস্ত তো নাছোড় বান্দা... এক বয়স্ক ভদ্র লোক বসে আছে রিসিপশনে...উনাকে বললেন, আপনাদের লিফলেটে যা লিখছেন, প্লিজ ওটা কারেক্ট করুন...সিলেটি কোন ভাষা নয়...ওখানে বাংলা হবে...আর দেশের নাম হবে বাংলাদেশ...লোকটি কথাগুলো খুব আগ্রহ নিয়ে শুনলেন...আমার ঐ দোস্ত লোকটি কে বললেন যদি তুমি কখনো অন্যকোন দেশে গিয়ে দেখ যে "জডি" ভাষা তোমার দেশকে রিপ্রেজেন্ট করে তোমার কেমন লাগবে (জডি হলো ইংল্যান্ডের উত্তর প্রদেশের ভাষা)...শেষে ঐ বুড়ো লজ্জায় লাল হয়ে গেল...অনেক বার সরি বললো এবং বললো আমি এটা চেন্জ করে দিবো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।