আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগাভিজ্ঞতা ৪ (মুন্নার পঞ্চম মাথাখাটানো পোস্ট) {ভুল করে কমেন্ট মডারেট করে ফেলেছিলাম। দুঃখিত}

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আমার ব্লগাভিজ্ঞতা ৩ এই লিংকে সেই দুষ্টেছেলে গতকালে চলে গেছে ব্লগ ছেড়ে ।

আমি ব্লগিং করতে লাগলাম। পেলাম নতুন বন্ধু। সময় পেলেই ব্লগে বসি। এখনো। আর ছুটি থাকলেতো কথাই নেই।

ব্লগেই দিন যায়। খালি ব্লগে বসি বলে ভাববেন না যে লেখাপড়া ছেড়ে দিয়েছি। পড়ার সময় পড়া আর ব্লগিং এর সময় ব্লগিং । এলো অনেক ভালো ব্লগার। গেলও।

ভাবলাম ব্লগের ইতিহাস জানবো। পুরোনো পোস্ট লেখা শুরু করলাম। আবিষ্কার করলাম অনেক কিছুই। দেখলাম অনেক পুরোনো ব্লগারের নামের জায়গায় "অতিথি" লেখা। এই নিয়ে পোস্টও দিলাম।

জানতে আগ্রহী ছিলাম। ব্লগাররা সাহায্য করলো। তাদের সাহায্যে বুঝলাম "অতিথি" আগের যেসব ব্লগার এখন ব্লগিং করেনা তাদের নাম। মজাতেই কাটতে লাগলো ব্লগিং জীবন। চলবে... [বেশি কিছু লিখতে পারলাম না।

ছোট খালাতো বোন আমার চুল ধরে টানে ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।