আমাদের কথা খুঁজে নিন

   

" কেউ কথা রাখে না "



মানুষ এক বিচিত্র প্রাণী। এই প্রাণীদের মনটা আরো বেশী বিচিত্র। এই বিচিত্র মন নিয়ে মানুষ কত কিছুইনা করতে চায়..... কত ভবনার ডাল পালা ছড়াতে চায়......। ভাবনার ডাল পালা ছড়িয়েই ক্ষান্ত্য হয়না, অনেক ধরণের অপ্রীতিকর কান্ড করতে চায়। এক বারও ভাবে না ~ " কাজটা করাটা কী ঠিক হচ্ছে ? "।

সময় সাপেক্ষে ভুল গুলোকে ভুল মনে হয় না, পরিপূর্ন শুধ্ব মনে হয়...। যখন ভুলটা কে ভুলই মনে হয়তখন সব শেষ.....। মানুষ কথা দেয় কথা রাখার জন্য, কথা ভাঙ্গার জন্য নয়। যখন মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, সেটাকে কি বলা যাবে ? ভুল না অপরাধ ? যারা কথা দিয়ে কথা রাখার মত ধৈর্য্য ধারণ করেত পরেনা, তাদের কে সস্তা উপদেশ দিয়ে কোন লাভ নেই। তারা বিনে পয়সায় অন্যের উপদেশ গ্রহণ করে না।

কারণ তাদের ধারণা তারা অপরের চেয়ে বহু গুন ভাল বোঝে। তাদের চিন্তা শক্তি অনেক উদ্বে, এবং অন্যরা শুধুই মূর্খইনা মহা মূর্খ, রাম ছাগল। মূর্খ রামছাগলদের উপদেশ, অনুরোধ গুলোকে তাদের কাছে মনে হয় " পদ্ম পাতার জল "। একটু এদিক সেদিক হলেই সমস্ত জলের নিরব প্রস্থাণ। অনেকেই বলেন " কথা দেয়া হয় কথা ভাঙ্গার জন্য, কথা দিলে যে রাখতেই হবে এমন কোন কথা নেই"।

তাদের প্রশ্নের জবাব যদি দেয়া যায় তাহলে এ ভাবে দিতে হয় ~ বেঁচে থাকা তো মরে যাবার জন্যই, তাহলে বেঁচে থাকছো কেন ? মরে গিয়ে ইহ জীবনের লীলা সাঙ্গ করে দাও, বেঁচে থেকে কি লাভ ? বিচিত্র মানুষদের বিচিত্র সব খেলা দেখে আমারা সবাই কম বেশী অভ্যস্ত, কিন্তু কিছু কিছু বিষয় হৃদয় কে আঘাত করে........ ধরুণ কাউকে খুউব'ই ভাল জানেন তার সমন্ধে আপনার ধারণা অতি উচ্চ। সে আপনাকে কথা দিয়েছে। কি কথা দিয়েছে তা আপনি অবগত আছেন। কিন্তু সময়ের প্রেক্ষাপটে সে কথা দিয়ে কথা রাখেনি, ইচ্ছে করেই কথা রাখেনি................। আপনি নির্বাক হয়ে নিজের অজান্তেই বলে ফেললেন " কেউ কথা রাখে না "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।