আমাদের কথা খুঁজে নিন

   

দেখার মত ক্যাম্পাস...

আমি একজন নিরাপদ ব্লগার

চট্টগ্রামের প্রতি টানটা অন্যরকম। কেন জানি শহরটাকে ভালই লাগে। প্রথম চট্টগ্রাম গিয়ে ছিলাম বিমানে করে। মাত্র আধা ঘন্টায় চট্টগ্রাম । পাহাড় টিলার শহর চট্টগ্রাম।

বিশাল পাহাড় কেটে কি সুন্দর করে রাস্তা বানানো হয়েছে। না দেখলে বিশ্বাস হবে না। সবচেয়ে ভাল লেগেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবারেই প্রথম চবি গেলাম। চমৎকার ক্যাম্পাস ।

পাহাড়ে ঘেরা ক্যাম্পাস। বিশাল বিল্ডিং এর ফ্যাকাল্টি আসলেই দেখার মত। ড. ইউনুস ফ্যাকাল্টি তো আছেই। চট্টগ্রামের সাটল ট্রেন দেখার মত। একটার ট্রেনে উঠতে এসময় ফোন দিলাম জাহিদ ভাইকে।

ওনার বিশ্ববিদ্যালয়ে এসেছি আর তার সাথে কথা হবে না তা তো হতে পারে না। ফোন করার সাথে তার জিজ্ঞাসা--- তার ছোট ভাই এর সাথে দেখা হয়েছে কিনা। ওমা একেবারে ভুলেই গিয়েছিলাম। পরে মানসুরকে ফোন দিয়ে তার সাথে দেখা করলাম রব হলে গিয়ে। খুব লাজুক ছেলে।

খুব ভাল লাগল তাকে। দুইটার দিকে আবার শাটল ট্রেনে। হেটে হেটে ট্রেনে ইস্টেশনে এলাম। এখানকার স্টুডেন্টরা হাটতে পারে বটে। বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে যাতায়াতের জন্য ট্রেন।

ভালই লাগল ট্রেনে উঠে। ছেলেগুলো গান গুলো মন কেড়ে নিল। ঘুমাতে ঘুমাতে আর গান শুনতে শুনতে চলে এলাম চট্টগ্রম শহরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।