আমাদের কথা খুঁজে নিন

   

গাড়িটার কিছু হয়নি শেষ পর্যন্ত

ভাল আছি ভাল থেকো

আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়িটার দিকে , কেউ নেই মনে হলো। সাদা একটা চার দিক ঘেরা নিচু বারান্দায় পার্পল কালার অরকিড ঝুলছে। শব্দ না করে উঠলাম বারান্দায়। জানালায় ঝুলছে হালকা নীল পর্দা। বাতাসে উড়তেই চোখে পড়লো ঘড়ের ভেতর বিশাল একটা পিয়ানো।

ইচ্ছে হচ্ছিলো এক দৌড়ে ঢুকে পরি ঘরটায়। অনেক কস্টে ইচ্ছেমনিকে চুপ করালাম। যদিও হাত নিশ পিশ করছিলো অবাধ্যের মত। ঘড়টার বাম পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে পেছন দিকে। পা বাড়ালাম।

বাড়ির পেছনটায় পৌছে আমার চোখ বেড়িয়ে যাওয়ার মত অবস্থা। দারুন চকচকে একটা সিলভার কালার Porsche Carrera GT। আশেপাশে কেউ আছে কিনা দেখে চড়ে বসলাম। চাবি পেয়ে গেলাম পাশের সিটে। বিসমিল্লাহ করে স্টার্ট দিলাম।

ওয়াও! যেনো আকাশে উড়ছি। মৌচাকের মোড়ে হঠাৎ করে একটা সি এন জি এসে থামলো কোথা থেকে যেনো। কড়া ব্রেক করতে গিয়ে গায়ে ধাক্কা খেলাম। পেছনে ছিলো আরেক বিশাল বাস। লাগিয়ে দিয়েছে গাড়িতে।

দূঃখে আমি দিশেহারা, আমার গাড়ির কি হলো এরই মধ্যে পেছন থেকে কে যেনো বলছে "অর্পি, উঠ আর কত ঘুমাবি। " এদিকে আমি গাড়ি ব্যাক করতে পারছিনা। ওদিকে সে ডেকেই চলছে। মেজাজটা গেলো খারাপ হয়ে। জোরে ধমক দিয়ে বললাম, "উঠিতো।

কি হইছে তোমাদের? এতো চিল্লাচ্ছ কেনো?" এইবার খেলাম পাল্টা ধমক, "উঠ, খালি ঘুম আর ঘুম" ধুম করে পড়লাম যেনো ধমকের ধাক্কায়। ঘুম ভেঙে গেলো। কি যে শান্তি পেলাম, তা বলার মত না বলে বলছিনা। আমার গাড়িটার কিছু হয়নি তাহলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.