আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের আদর্শ ও আর্থিক প্রতিষ্ঠান

পঁচা মানুষ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, খাটি মুসলমান কখনো খুন, ধর্ষন, রাহাজানি, অগ্নিসংযোগ করতে পারেনা। অথচ এই ইসলামকে বিক্রি করে চলছে অরাজকতা, পদে পদে মানবতার লঙ্ঘন। ৭১ এ ইসলামের স্বঘোষিত সোল এজেন্টরাই খুন, ধর্ষন, লুটপাট, অগ্নিসংযোগের মত ইসলামবিরোধী কাজ করে আমাদের প্রানের ধর্মকে অপমান করেছে, এখন তরুন প্রজন্মকে ইসলামের নামে বিভ্রান্ত করে তাদের পথে চালনার চেষ্টা করছে। কিন্তু এই একবিংশ শতাব্দিতে কোন শিক্ষিত তরুন জামাতের প্রচারিত আদর্শ আর তার নেতাদের চরিত্র্র, কাজকর্ম দেখে উদ্ভুদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। তারপরও অনেক তরুনকে দেখা যায় শিবির করতে, রাজপথে জীবনের ঝুকি নিতে।

এই তরুন সমাজ শিবির করার একটাই কারন, সেটা কোন নীতি-আদর্শ নয়, অর্থনৈতিক নিরাপত্তা। জামাত শিবিরের অর্থের উৎস বন্ধ করতে না পারলে এদেরকে প্রতিহত করা দুঃসাধ্য। প্রতিটি বাঙালিকে জামাতের মালিকানাধীন ব্যাংক, বীমা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার সহ সকল আর্থিক প্রতিষ্ঠান বর্জন করার শপথ নিতে হবে। জামাত চালিত কিছু প্রতিষ্ঠানের নাম দয়ো হল। আসুন এদের বয়কট করি--- ১।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড- ২। ইবনে সিনা ট্রাস্ট ৩। ইবনে সিনা ফার্মাসিউটিকালস ৪। নয়া দিগন্ত ৫। দিগন্ত টেলিভিশন ৬।

ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং ৭। রেটিনা মেডিকেল ভর্তি কোচিং ৮। মানারত ইউনিভার্সিটি, মহাখালী,ঢাকা। ৯। ফারইষ্ট লাইফ ইনসুরেন্স।

১০। আল-ফালাহ প্রিন্টিং প্রেস ১১। বিডি ফুডস লিমিটেড। ১২। আল মারকাজুল হাসপাতাল ১৩।

ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট ১৪। বুয়েট ভর্তি কোচিং কনক্রিট ১৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইনডেক্স ১৬। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং রেডিয়াম ১৭। ডুয়েট(গাজীপুর) ভর্তি কোচিং অপটিমাম ১৮।

কেয়ারি লিঃ ১৯। দৈনিক সংগ্রাম ২০। কিশোরকন্ঠ ফাউন্ডেশন ২১। মানারত ইন্টারন্যাশনাল স্কুল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.