আমাদের কথা খুঁজে নিন

   

যে রায় দিলে দেশে গৃহযুদ্ধ বাঁধে সে রায় দেয়া উচিত নয়

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন যে রায় দিলে দেশে গৃহযুদ্ধ বাধে সে রায় দেয়া উচিত নয়। তিনি সরকারকে অবিলম্বে সংসদে তত্তাবধায়ক সরকারের বিল এনে তা পাশ করার দাবী জানান।
 
আজ বিকেলে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদষ্টো ও জেলা বিএনপির সভাপতি ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। মজিবর রহমান সরোয়ার আরো বলেন ৬৯, ৭১ ও ৯০ মত গন আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে।

৫ সিটি নির্বাচনে জনগন আ'লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। এ কারনে ভরডুবির আশংকায় ঢাকাসহ অনান্য সিটিতে নির্বাচন দিচ্ছেনা। এ সরকারের পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক দুর্নীতি, শেয়ার মার্কেট দুর্নীতির কারনে জনগন এ সরকারকে প্রত্যক্ষান করেছে। মন্দিরে হামলা করে বিভক্তি সৃষ্টি করেছে। নির্ধারিত মেয়াদের অতিরিক্ত ১ দিন থাকতে দেয়া হবেন।

 
ব্যারিষ্টার শাহজাহান ওমর বলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা এবং দেশে কোন নির্বাচন হতেও দেবেনা। তিনি নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক আহম্মদ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল মন্টু, মিঞা আহম্মেদ কিবরিয়া, জামায়াতের জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন প্রমুখ।
 
সভা চলাকালে জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা রবিউল হোসেন তুহিনের নেতৃত্বে যুবদলের ২ সদস্যের কমিটি বাতিলের দাবীতে শ্লোগান দিতে থাকেন।
এদিকে মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল থেকে সভাস্থলে আসার পথে ঝালকাঠি পেট্ট্রোল পাম্প মোড়ে তাকে জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক নান্নুর (ভিপি নান্নু) পড়্গ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানায়।

এ সময় মজিবর রহমান সরোয়ার সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে দল পরিচালনার আহবান জানান। সেখানে নেতাকর্মিরা শাহজাহান ওমর বিরোধী শ্লোগান দেন। ত্যাগী নেতা কর্মিদের নিয়ে জেলা বিএনপির কমিটি পূর্নগঠনের আহবান জানান।
 
ছাত্রদল নেতাকর্মিদের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্চিত : সভা শেষে শিল্পকলা একাডেমী থেকে বের হবার পর মাজিবুর রহমান সরোয়ারের গাড়ি বহরের সামনে থেকে বেপরয়াভাবে মোটর সাইকেল চালাচ্ছিল ঝালকাঠি শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ রাসেল। এসময় ছাত্রদলের নেতা কর্মিরা তাকে সাইড দেয়ার জন্য বললে তাদের বারন না শুনায় সৈয়দ রাসেলকে গনধোলাই দেয়।

পরে সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।