আমাদের কথা খুঁজে নিন

   

সিনথেটিক প্রাণ ও জৈবপ্রাণের সংঘাত; উপমহাদেশে ধর্মীয় রাজনীতি



মানুষ সদৃশ প্রাণী যদি এসে বলে, মানুষরে জন্য পৃথিবী নয়, এটি ---আমাদের । বিষয়টি অবান্তর। সিনথেটিক প্রাণ জৈবপ্রাণের সামনে দাড়িয়ে বলে আমরাই প্রকৃত প্রাণরসায়ন । বিষয়টি অবাস্তব । কিস্তু বাস্তবে ৭১ এর পরাজিত সিনথেটিক প্রাণের প্রেতাত্মা প্রকৃত প্রানকে আঘাত করছে ।

বিষয়টি সংঘাতের । কিন্তু তাদের কয়েকটা বিষয়টি বলতে চাই : ১. কথায় কথায় জামাতকে ইসলামরে সাথে এক করা অবান্তর কারণ জামাতের আগেও ইসলাম ছিল; জামাতের পরেও ইসলাম থাকবে; যেমনটি বিজেপির বেলায়ও সত্য । ২. জামাত ও বিজেপি দুটো দলই আমেরিকার বন্ধু । ৭১ সহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন ভূমিকার সহদোর ছিল । জিমি কার্টার আসলে সবার আগে দেখা করতে গিযেছিলতি তারাই ৩. ইরাক সহ বিভিন্ন ইসলামিক দেশে অমানবিক হামলা সত্বেও পার্লামেন্টে নিন্দা প্রস্তাব অননেনি; রাজপথে বড় ধরণের অান্দোলন করনি ।

তাহলে ইসলামের সেফগার্ড কিভাবে দাবী করে। ৪. মুক্তিযুদ্ধের বিরোধতা করেন অথচ স্মুৃতি সৌধে ফুল দেন এটাকে কি বলে? ৫. বাংলাদেশের জন্মকে অস্বীকার করে বাংলাদেশে বাস করতে আসলে কেমন লাগে? ৬. বিনপির কাধে ভর দিয়ে ক্ষমতার মজা নেওয়া আর প্রকৃত ক্ষমতায় যাওয়া এক নয় ৭. উপমহাদেশ সবসময় ধর্মীয় রাজনীতি প্রত্যাখ্যান করে যেমন ভারতের বিজেপিকে, পাকিস্তানেও জামাত কখনও ক্ষমতায় যেতে পারেনি আর নেপাল শ্রীলংকায় প্রশ্নই ওঠেনা । ৮. বাংলাদেশের ৯৫% ধর্মভীরু হলেও আপনারা ৫% ও নন কেন ? হয় সমগ্রজাতি সবসময় বিভ্রান্ত অথবা আপনারা বিভ্রান্ত । এরকম হাজারও বিষয় আছে তবে একটি বিষয় --- শ্রম, কস্ট, ভালোবাসার রং এক : ধর্ম কোন ফ্যাক্টর নয় । তবে মানুষ সদৃশ প্রাণী যদি এসে বলে, মানুষরে জন্য পৃথিবী নয়, এটি ---আমাদের ।

বিষয়টি অবান্তর। সিনথেটিক প্রাণ জৈবপ্রাণের সামনে দাড়িয়ে বলে আমরাই প্রকৃত প্রাণরসায়ন । বিষয়টি অবাস্তব । কিস্তু বাস্তবে ৭১ এর পরাজিত সিনথেটিক প্রাণের প্রেতাত্মা প্রকৃত প্রানকে আঘাত করছে । বিষয়টি মর্মান্তিক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।