আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো!!

দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা মর্যাদা থাকলেও তাদের আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রায় চূড়ান্ত। প্রস্তাবিত স্বতন্ত্র বেতন কাঠামো অনুযায়ী, সহকারী পরিচালকের স্কেল শুরু ১৮ হাজার টাকায়( একজন বিশ্ববিদ্যালয় প্রভাষকের স্কেল শুরু ১১ হাজার টাকা) একজন নির্বাহী পরিচালক (ইডি) শুরুতে ৬৫ হাজার ৫০০ টাকা স্কেলে বেতন পাবেন। সর্বোচ্চ ৫টি ইনক্রিমেন্ট পাওয়ার পর একজন নির্বাহী পরিচালকের সর্বোচ্চ স্কেল হবে ৮৫ হাজার ৫০০ টাকা। তিনি সর্বসাকুল্যে পাবেন ১ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। মহাব্যবস্থাপকের স্কেল ৫৮ হাজার ৭০০ টাকা দিয়ে শুরু।

এ পদে সর্বসাকুল্যে বেতন হবে ১ লাখ ৪ হাজার ৫০ টাকা। উপ-মহাব্যবস্থাপকের স্কেল ৪৬ হাজার ৫০০ টাকা বেতন দিয়ে শুরু। এ পদে সর্বোচ্চ ৬টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৯ হাজার ৭০০ টাকা। একজন উপ-মহাব্যবস্থাপক সর্বসাকুল্যে বেতন পাবেন ৮০ হাজার ৭৫০ টাকা। যুগ্ম পরিচালকের স্কেল হবে ৪১ হাজার ৫০০ টাকা বেতন নিয়ে।

এ পদে সর্বোচ্চ ৮টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৭ হাজার ৫০০ টাকা। একজন উপ-মহাব্যবস্থাপকের সর্বসাকুল্যে বেতন হবে ৭০ হাজার ২৫০ টাকা। উপ-পরিচালকের স্কেল হবে ৩৬ হাজার টাকায়। এ পদে একজন উপ-পরিচালকের সর্বোচ্চ ১০টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৪ হাজার টাকা। সর্বসাকুল্যে একজন উপ-পরিচালক বেতন পাবেন ৬১ হাজার ১০০ টাকা।

সহকারী পরিচালকের স্কেল শুরু ১৮ হাজার টাকায়( একজন বিশ্ববিদ্যালয় প্রভাষকের স্কেল শুরু ১১ হাজার টাকা)। এ পদে একজন কর্মকর্তা সর্বোচ্চ ১৬টি ইনক্রিমেন্ট পাওয়ার পর স্কেল দাঁড়াবে ৩৩ হাজার ৬৮০ টাকা। একজন সহকারী পরিচালক সর্বসাকুল্যে বেতন পাবেন ৩৪ হাজার টাকা। প্রস্তাবিত বেতন কাঠামোয় অফিসারদের জন্য ১৩ হাজার টাকা স্কেল নির্ধারণ করা হয়েছে। এ পদে সর্বোচ্চ ১৮টি ইনক্রিমেন্ট পাওয়ার পর স্কেল দাঁড়াবে ২৯ হাজার ২০০ টাকা।

একজন অফিসার সর্বসাকুল্যে বেতন পাবেন ২৬ হাজার ৯০০ টাকা। একইভাবে অন্য পদগুলোতেও বেতন ভাতা বাড়ানো হয়েছে। দেশের সর্বশ্রেষ্ঠ ছাত্ররাই ঢাবিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে থাকে তথাপি তাদের আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো কতটুকু যৌক্তিক ভেবে দেখা দরকার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।