আমাদের কথা খুঁজে নিন

   

খেড়ো খাতায়, নস্টালজিক দিনের বয়ান

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাত ০১:৪৭ রোববার ২৭ জানুয়ারী ২০০৮ যদি আপনাদের প্রশ্ন করি সবচেয়ে প্রিয় ঋতু কোনটি ? হয়তো আগের মতন ছয় ঋতুবৈচিত্র্যের ছয় রূপ নেই । তারপরও ঘুরে ফিরে এসে চলে যায় ছয় ঋতুই । কেউ বা খুব দাপটের সাথে আর কোনটা হয়তো অনেকখানি ম্লানভাবে ।

তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি বেশিরভাগ বাঙালির প্রিয় ঋতু বর্ষা । বর্ষা বেশীরভাগ সময়ই মানুষকে থামিয়ে দেয় । আরাম প্রিয় করে তোলে । হয়তো সেজন্য সবাই ঝাকিয়ে বসে আষাঢ়ে গল্পে । আর বাইরে.... বৃষ্টি পড়েরে বৃষ্টি পড়েরে ।

সাথে আমার কানে মৃদু সূরে বেজে চলে মৌসুমীর গান ........ বৃষ্টি পড়েরে বৃষ্টি পড়েরে......... কয়দিনের এই আবহাওয়ায় হঠাৎ শীতকালে বসে বর্ষার আমেজে.... জুবুথুবু হয়ে ঘরে বসে আর দিনমান ভর করে স্মৃতির নুড়ি পাথর... নস্টালজিক করে তোলে আমায় .... বর্ষা আমার দারুন দারুন পচ্ছন্দ । অনেকেটা না ছোয়া ভালোবাসার মতন , না পাওয়ার ভালোকিংবা হারানো ভালোবাসার কষ্টের মতন নীল, পচ্ছন্দের । না পাওয়ার বেদনাই নাকি সবচেয়ে সুখস্মৃতির । সেই বেদনাই হয়তো সবচেয়ে বেশী ভালোবাসার... ঠিক তেমন । আশৈশব ফুলবাবু, ঠান্ডা সর্দিকাশির ডিপো... তাই বিধিনিষেধ এর বালাই এর অভাব ছিল না ।

আইসক্রিম, বৃষ্টিতে ভেজে আমার জন্য ছিল দন্ডনীয় অপরাধ । তাই হয়তো সেই বৃষ্টি না ভিজতে পারার কষ্টেই প্রেমে পড়েছিলাম বর্ষার । বর্ষা মানেই মন খারাপ করে বারান্দা গ্রীল ধরে বৃষ্টিতে না ভিজতে পারার কষ্ট নিয়ে তাকিয়ে থাকা কিংবা জানালার গীল দিয়ে একটু হাত ভেজানো..... কাথামুড়ি দিয়ে বর্ষার কবিতা.. গান আর বই পড়া । গলায় মাফলার, গায়ে শীতের কাপড় চাপিয়ে জুবুথুবু ফুলবাবু । হয়তো সেই স্মৃতিই জীবনের এতোবছর পেরিয়ে এই শীতকালের বৃষ্টিও আমায় নিয়ে যায় বর্ষার সেই দিনগুলোতে ।

আমার ঘুম আসে না, এতো উচুতে বসে, শীতের কনকনে ঠান্ডায় বসে চেয়ে থাকি... বৃষ্টি দেখা হয়না.. আমার সামনে তখন খেলা করে বিশাল কোন থিয়েটার এর বিশাল পর্দায় আমার শৈশব... আমার প্রিয় বর্ষার স্মৃতির দিনগুলো । কনকনে ঠান্ডায় জমতে জমতে খুজে পাই কোন বর্ষার ঝুম বৃষ্টির রাত । কিংবা বৃষ্টির পানির সাথে সাথে আমাদের উঠনো ভেসে চলে আসা কোন পুকুরের উপচে আসা খলসে মাছ .... আমার দৌড় বড়জোর সেই খলসে মাছের মতন । হয়তো যাদের বৃষ্টিতে ভেজোর রেইন পারমিট আছে তাদের বদন্যতায় খলসে মাছের মালিকানা । একটা বড় কাচের বোয়মে সেই মাছের নতুন বসত তৈরী করা ।

আহারে আমার সাথের একুরিয়াম । বড় স্মৃতিকাতর হয়ে যাচ্ছি, হয়ে যাই .... না আমি আর বর্ষার কথা ভাবনা । বর্ষা কিংবা জোৎস্না.... আর দেখব না । ছবিসূত্রঃ বিডি নিউজ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.