আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল!!!

আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।

আলহামদুলিল্লাহ, আজ একজনকে শাহাদাত পড়ালাম। নতুন নাম আয়েশা। মেয়েটি অনলাইন থেকেই ইসলামকে জেনেছে।

ইসলামের বিরূদ্ধে অনলাইনে লেখা পড়তে পড়তেই তার মনে হলো আয়াত গুলো, হাদীস গুলো তাফসীর হতে, হাদীসের নির্ভরযোগ্য ব্যাখ্যা হতে যাচাই করে নেয়া দরকার। তারপর শুরু হলো পড়াশুনা আর চূড়ান্ত ফল হলো ইসলাম গ্রহন। গত কয়েক মাসে আমাদের সিটিতেই মুসলিম হয়েছেন দশজনের উপরে। মাসে শ'দুয়েক কুরআনের অনুবাদ বিলি করতে হয় অমুসলিমদের অনুরোধে। একবার আফসোস করে বলেছিলাম।

মাসে দু'শ এর মতো অমুসলিম কুরআনের অনুবাদ নিতে আসে। কিন্তু একজন মুসলিমও মাসে কুরআনের তাফসীর, তরজমা নিতে আসেনা। বরং বিরোধীতা করে, না বুঝেই, না পড়েই। এটাই জন্মগত মুসলমান আর বুঝে ইসলাম গ্রহণকারীদের মাঝে পার্থক্য। ইদানিং দেখলাম কিছু অজ্ঞ লোক ইসলাম সম্পর্কে না জেনেই সামোয়ারইনে ইসলাম নিয়ে যা তা লিখে যাচ্ছে।

কোন ব্যখ্যা ছাড়া কপি পেস্ট দিচ্ছে । ওরা মনে করছে এভাবেই ইসলামকে খাটো করা যাবে। মানুষকে সত্যের আলো থেকে দূরে সরিয়ে রাখা যাবে। মেয়েটিকে শাহাদাত পড়ানোর পর তার ইসলাম গ্রহনের, ইসলামের ব্যাপারে আগ্রহী হওয়ার কাহিনী শুনছিলাম আর গত কয়েক দিনে সামোয়ারইনের পোস্ট গুলোর কথা ভাবছিলাম। বারবার মনে হচ্ছিল, মিথ্যার বেসাতি দিয়ে কি ইসলামের আলোকে আসলেই কি নিভিয়ে দেয়া সম্ভব? মেয়েটিকে সামোয়ারইনের পোস্ট গুলোর কথা বললাম।

মেয়েটির জবাব। ঐ জাতীয় উল্টাপাল্টা পোষ্টই তো আমাকে সত্য জানতে সাহায্য করেছে। ওদের কে ওদের কাজ করতে দাও। নবিজীকেও ওরা পাগল বলেছে, যাদুকর বলেছে, কবি বলেছে, খুন করতে চেয়েছে। কিন্তু ইসলামের আলো কি নিভে গেছে? তারপর মেয়েটি বলল, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল কি কেউ বলতে পারো? বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত ধর্ম কি কেউ বলতে পারো? আমরা চুপ করে তার কথা শুনছিলাম, সে বলে যাচ্ছিল।

৯/১১ এর পর, আমেরিকার ইসলাম বিরোধিতার সাথে তাল মিলিয়ে চলছে ইসলামের বিরুদ্ধে মিডিয়ার সর্বাত্মক আক্রমণ, অনলাইনে ক্রমাগত মিথ্যার বেসাতি। অন্য কোন ধর্মের বিরূদ্ধে কি এমন আক্রমণ হচ্ছে? না হচ্ছেনা। এত কিছুর পরেও মানুষ আমার মতো প্রতিদিন ইসলাম গ্রহণ করছে। এত কিছুর পরেও ইসলাম বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম। ইসলামই বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল।

সবচাইতে আলোচিত ধর্ম । সাম্প্রতিক সময়ে যত বেশী মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্য কোন ধর্ম গ্রহণকারীদের সংখ্যা তার ধারে কাছেও নাই। তাই যারা ভাবেন ফুঁ দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেবে, তারা আসলেই বোকার স্বর্গে বাস করছে। মাত্র ইসলাম গ্রহণ করা মেয়েটির কথায় চমকে উঠি। একজন নও মুসলিম যা বুঝল, মুসলিম মায়ের ঘরে জন্ম নিয়েও আমরা কি তা বুঝেছি? মনে মনে আওড়াতে থাকি "বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম।

ইসলামই বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল। সবচাইতে আলোচিত ধর্ম । "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.