আমাদের কথা খুঁজে নিন

   

৫৬হাজার বর্গমাইলের কারাগার (সংশোধিত )



৫২র গল্প শুনেছি ৭১ও স্বপ্নের মতো কাব্যময় ৯০ গেল চলতে চলতে এখন ২০০৮.... আজ.. নামের বাহার চৌদিকে নাইন ইলাভেন আমেরিকা কাঁপে ১/১১ বাংলাদেশ। সুশীল, বাংলায় ভাল নাপিত ক্ষৌরকর্মে বাংলাদেশ - লোমহীন চাছাছোলা বিবর্ণ। ৫৬হাজার বর্গমাইলের কারাগার কথা বললেই জেল মৃত্যু শঙকা বিভীষিকার কালোরাত জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ; হ্যাঁ এই তো একেই তো বলে গণতন্ত্র!!! বিশ্বব্যাপি মোড়লেরাও বগল বাজায় স্বার্থে র তল্পি ভরে দিনে দিনে মানুষ দিন দিন বিমর্ষ আরও বেশী। ৪৫টাকা কেজি চাল মাগো, ভাগ্য ভাল তুমি দেখোনি এই দুর্দিন..অথচ টিভিতে চাটারেরা নান্দকিন মিথ্যায় মাথায় রক্ত ওঠায়; ভাই, জলপাই খাব ভাত নেইতো, পেটে ক্ষুধা নেই কাপড়, বলার স্বাধীনতা মতপ্রকাশ..... আমি জলপাই খাব, মুখ চেপে ধরি ভয়ে কে জানে কোন জলপাই রং'য়ালা আবার শুনে ফেলে। ৫৬হাজার বর্গমাইলের কারাগার কথা বললেই জেল মৃত্যু শঙকা বিভীষিকার কালোরাত জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।